ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশিত: ২৩:১৬, ২৯ আগস্ট ২০১৬

জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়ায় বেনু বেগম (৩৮) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। রবিবার গভীর রাতে স্বামী রেজাউল করিম (৪২) কোন এক সময় স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশে খড়ের পালায় লুকিয়ে রাখে। এলাকাবাসি ও পুলিশ সুত্র জানায় ২০ বছর পূর্বে ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের বেনু বেগমকে কোমরগ্রাম পশ্চিমপাড়ার রেজাউল করিম বিয়ে করে। বিয়ের পর তাদের দুটি সন্তান জন্ম হয়। বিয়ের কিছুদিন পর থেকে রেজাউল করিম স্ত্রীকে নানাভাবে নির্যাতন করত। স্ত্রীর চারিত্রিক বিষয় নিয়েও নানা সন্দেহ করত। এসব ঘটনায় গত কয়েক বছরে স্ত্রীকে বেদম মারধোর করায় ৭ বার জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তিও হতে হয়। গ্রামে এবং থানায় একাধিকবার শালিশও হয়। দাম্পত্য কোলহের জেরেই রবিবার রাতে কোন এক সময় রেজাউল করিম তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে খরের গাদায় লুকিয়ে রাখে। বিষয়টি গ্রামবাসি জানতে পারলে বেনু বেগমের লাশ উদ্ধার করে এবং রেজাউলকে আটক করে পুলিশে সোপর্দ করে। সোমবার পুলিশ লাশ থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য পাঠায়। এ বিষয়ে জয়পুরহাট থানায় এসআই রায়হান জানান এ বিষয়ে জয়পুরহাট থানায় মামলা দায়ের হয়েছে।
×