ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজি সংকটে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প

প্রকাশিত: ২১:০১, ২৯ আগস্ট ২০১৬

পুঁজি সংকটে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প

অর্থনৈতিক রিপোর্টার॥ প্রয়োজনীয় পুঁজি সংকট, ব্যাংক ঋণ পেতে দীর্ঘসূত্রিতার কারণে বিকাশ লাভ করছে না দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প। এমনই আক্ষেপের কথা জানালেন রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে আয়োজিত শরৎমেলায় আসা ক্ষুদ্র উদ্যোক্তারা। তারা বলছেন, দেশীয় কুটিরশিল্প পণ্যের ঐতিহ্য ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি দরকার শক্তিশালী বিপণন ব্যবস্থা। শিল্পীর রং তুলির ছোঁয়ায় যেমন প্রাণ পায় একঘেয়ে মলিন ক্যানভাস। তেমনি সুঁইয়ের খোঁচায় সুতার রংয়ে বর্ণিল হয়ে উঠে পরনের পোশাকটি। এমন হস্তশিল্প পণ্যের যথেষ্ট কদর রয়েছে হালের ফ্যাশন সচেতন নানা বয়সী মানুষের কাছেও। বর্ণিল শাড়ি ও থ্রি-পিসের পাশাপাশি রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে আয়োজিত শরত মেলায় দেখা মিলছে ঘর সাজানোর বিভিন্ন ধরণের শো পিস আর গিফট আইটেমের। পোশাকের রং-নকশা আর গুণগত মানের সঙ্গে বাহারি এসব পণ্যের দাম নিয়ে সন্তোষ জানালেন দর্শনার্থীরা। তবে, পোশাকের রং যতটা উজ্জ্বল ঠিক ততটাই অনুজ্জ্বল ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে জড়িতদের জীবন জীবিকা। কাটছেনা নিজেদের আর্থিক সীমাবদ্ধতা, এর উপর ব্যাংক ঋণ পেতেও উদ্যোক্তাদের পড়তে হয় নানা ভোগান্তিতে। কুটির শিল্পের সংকট নিরসনে তাই সরকারের সরাসরি হস্তক্ষেপ চান তারা। ৫ দিনব্যাপী এবারের শরৎমেলায় ছোট বড় ৪৭টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।
×