ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাচুনি রোবটের বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ২০:২৭, ২৯ আগস্ট ২০১৬

নাচুনি রোবটের বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক ॥ খেলা থেকে শুরু করে গান গাওয়া, নির্দেশ মতো কাজ করাসহ নানা বিষয়ে পটু হয়ে ওঠেছে রোবট। এখন নির্মাণ শিল্প, সফটওয়্যার প্রতিষ্ঠান এমনকি হাসপাতালেও কাজে লাগানোর মতো রোবট আবিষ্কার হয়েছে। এবার এল নতুন খবর। গিনেস বিশ্ব রেকর্ড ভাঙার জন্য নেচেছে রোবট। চীনের কিংদাও বিয়ার উৎসবে সম্প্রতি এমনটি ঘটেছে। সেখানে বাদ্যের তালে তালে একদল রোবট নেচেছে বিশ্বরেকর্ড ভাঙার জন্য। উচ্চতায় দেড় ফুটের কাছাকাছি ১০০৭টি রোবট এক মিনিট ধরে নেচে সম্প্রতি ভেঙ্গেছে গিনেস বিশ্বরেকর্ড। একটি মোবাইল ফোনের নির্দেশনায় এক মিনিট ধরে তারা নির্ভুলভাবে নেচেছে। তবে, আয়োজনে অংশগ্রহণ করা রোবটের সংখ্যা ছিল আরও বেশি। ১০০৭টি ছাড়া বাকি রোবটগুলো ঠিকঠাক শেষ করতে পারেনি বিশ্ব রেকর্ড ভাঙার এই মিশন। নাচার সময় এদের কয়েকটি মাটিতে পড়ে গিয়েছিল, বাকিগুলো যথাসময়ে শেষ করতে পারেনি নাচ। তাই প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হয় সেগুলোকে। সূত্র : বিবিসি
×