ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পশু আমদানির জরিমানা বাড়ছে না

প্রকাশিত: ২০:২৬, ২৯ আগস্ট ২০১৬

পশু আমদানির জরিমানা বাড়ছে না

অর্থনৈতিক রিপোর্টার॥ আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন করিডর দিয়ে ভারতীয় গরুসহ অন্যান্য পশু আমদানির জরিমানা মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চোরাচালান নিরোধ কেন্দ্রীয় টাস্কফোর্স। গত রবিবার বিকালে কাকরাইলে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ঈদে গরুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় পূর্বের নির্ধারিত জরিমানা হার বহাল রাখার কথা জানান এনবিআর সদস্য ফিরোজ শাহ আলম। এর আগে টাস্কফোর্সের প্রথম সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার জরিমানা পুননির্ধারনের প্রস্তাব দিয়েছিলেন। সভায় টাস্কফোর্সের সভাপতি এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান জানান, জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও অর্থ পাচার রোধে টাস্কফোর্সের অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।
×