ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে ইউএস ওপেনের ১৩৬তম আসর

প্রকাশিত: ১৯:০৩, ২৯ আগস্ট ২০১৬

শুরু হচ্ছে ইউএস ওপেনের ১৩৬তম আসর

অনলাইন ডেস্ক ॥ আজ (সোমবার, ২৯ আগস্ট) শুরু হচ্ছে ইউএস ওপেন। নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোর বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে বসছে বছরের শেষ গ্র্যান্ড স্লামের ১৩৬তম আসর। এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে দুই সপ্তাহের ধরে। আসরে ছেলেদের শীর্ষ পাঁচ বাছাই নোভাক জোকোভিচ (সার্বিয়া), অ্যান্ডি মারে (গ্রেট ব্রিটেন, স্তানিসলাস ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড), রাফায়েল নাদাল (স্পেন), মিলোস রাওনিচ (কানাডা। আর মেয়েদের যুদ্ধে লড়বেন সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র), অ্যাঞ্জেলিক কারবার (জার্মানি), গারবিনিয়ে মুগুরুজা (স্পেন), আগ্নিয়েস্কা রাদনাওস্কা ( পোল্যান্ড), সিমোনা হালেপ (রোমানিয়া)। তবে ১৯৯৮ সালের পর এই প্রথম ইউএস ওপেনে নেই সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরার। অন্যদিকে অবসর নেওয়ায় এবার নেই মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ফ্লাভিয়া পেনেত্তা।
×