ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ৭ দিন পর রো রো ফেরি চালু

প্রকাশিত: ০৯:০০, ২৯ আগস্ট ২০১৬

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ৭ দিন পর রো রো ফেরি চালু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সাত দিন বন্ধ থাকার পর রবিবার রো রো ফেরি চালু হয়েছে। চালু হয়ে পুরো ধারণ ক্ষমতার যান নিতে পারছে না। নাব্য সঙ্কটের কারণে স্বল্পসংখ্যক গাড়ি পারাপার করছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, ড্রেজিং শেষে রবিবার বিআইডব্লিউটিএ লৌহজং টার্নিং পয়েন্টের একপাশ খুলে দিলে সন্ধ্যার দিকে রো রো ফেরি চলাচল আবার শুরু হয়। কিন্তু নৌরুটটির কিছু কিছু জায়গায় পানির গভীরতা পর্যাপ্ত নয়। তাই রো রো ফেরিগুলো চলছে ধারণ ক্ষমতার চেয়েও কম যান নিয়ে। মেরিন অফিসার মোহাম্মদ শহজাহান জানান, ফারাক্কার বাঁধ খুলে দেয়াতে এখন পদ্মার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই ফেরিগুলো চলতে পারছে। কিন্তু পানি কমতে শুরু করলে আবারও ডুবো চরের সমস্যায় পড়তে হবে। এতে করে খুব শীঘ্রই আবারও নাব্য সঙ্কটে পড়বে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট। নাব্য সঙ্কটের কারণে গত ২২ আগস্ট রো রো ফেরি সার্ভিস সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
×