ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রামপাল বিদ্যুত কেন্দ্র প্রতিহত করা হবে ॥ হান্নান শাহ

প্রকাশিত: ০৮:৪৩, ২৯ আগস্ট ২০১৬

রামপাল বিদ্যুত  কেন্দ্র প্রতিহত  করা হবে ॥  হান্নান শাহ

স্টাফ রিপোর্টার ॥ রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব) হান্নান শাহ। রবিবার ডিআরইউতে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও জাতীয় ঐক্য’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হঁশিয়ারি উচ্চারণ করেন। হান্নান শাহ বলেন, রামপালে বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে এবং দেশে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে। এ প্রকল্প বন্ধের দাবিতে বিএনপি রাস্তায় নামুক বা না নামুক, দেশের মানুষ মাঠে নামবেই। রামপাল বিদ্যুত প্রকল্প যেকোন মূল্যেই বন্ধ করা হবে। শনিবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে হান্নান শাহ বলেন, দেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে। তাই চ্যালেঞ্জ দিলাম, দেখি আপনি বিদ্যুত বন্ধ করে দিতে পারেন কি না। আর পারলে আপনি বিদ্যুত বন্ধ করে দিন। তিনি বলেন, রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্প বন্ধ করতে যারা আন্দোলন করছে তাদের আমি শাবাশ দেই। তিনি বলেন, গুলশানের জঙ্গী হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত হয়নি। এরপর কল্যাণপুরের ঘটনারও সঠিক তথ্য জনগণকে দেয়া হয়নি। আর এখন নারায়ণগঞ্জে তামিমকে হত্যা করা হলো। শুনেছি তামিম ভারতে ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি ভারত থেকে নায়ারাণগঞ্জে কিভাবে আসলেন। দেশের মানুষ তা জানতে চায়। এ সময় হান্নান শাহ গুলশানে জঙ্গী হামলাসহ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। ‘জিয়া হত্যাকা-ের সঙ্গে আওয়ামী লীগের নেতারা জড়িত অভিযোগ করে হান্নান শাহ বলেন, আমি আওয়ামী লীগের নেতাদের একটি একটি করে নাম বলতে পারব, যারা জিয়া হত্যার সঙ্গে জড়িত।
×