ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচার বিভাগ ডিজিটাল হলে ঘরে বসেই মামলার ফল জানা যাবে ॥ সিনহা

প্রকাশিত: ০৮:০০, ২৯ আগস্ট ২০১৬

বিচার বিভাগ ডিজিটাল হলে ঘরে বসেই মামলার ফল জানা যাবে ॥ সিনহা

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগের ডিজিটালাইজেশনের পথ প্রশস্ত হলে ঘরে বসেই একজন সাধারণ নাগরিক যেমন তার মামলার ফল জানতে পারবে তেমনি বিশ্বের যে কোন প্রান্ত হতে মামলা দায়ের করা সম্ভব হবে। শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে কোর্টে নেয়ার সময় মাঝপথে সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়। এগুলো অতিক্রম করতে আমরা ডিজিটাল পদ্ধতিতে কনফারেন্সের মাধ্যমে মামলা পরিচালনা করব। একই সঙ্গে বিচারিক কাজে গতি আনতে এবং যে আসামিদের আদালতে হাজির করায় ঝুঁকি রয়েছে-তা এড়াতে ‘ভিডিও কনফারেন্স’ চালু করা হচ্ছে বলেও জানান প্রধান বিচারপতি। রবিবার সুপ্রীমকোর্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে এই স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আপীল বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। সুপ্রীমকোর্টের পক্ষে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। প্রোগ্রামে সহযোগিতা করছেন ইউএনডিপি ও ইউএসআইডি। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ উপস্থিত ছিলেন।
×