ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাকড়সার জাল

প্রকাশিত: ০৬:৫৮, ২৯ আগস্ট ২০১৬

মাকড়সার জাল

অক্লান্ত পরিশ্রম করে মাকড়সা প্রতিটি জাল বুনে থাকে। ওই জালে ছোট ছোট পোকা-মাকড় আঁটলেই খাবার জোটে মাকড়সার। মাকড়সারা জাল বুনে জালের খুব কাছাকাছি অথবা মাঝে অবস্থান করে, শিকার আটকে গেলেই খাবারের জন্য এগিয়ে যায় মাকড়সা। রাজধানীর ওসমানী উদ্যান থেকে মাকড়সার জালের ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×