ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইভরিকোস্টে ইউএন মিশনে বাংলাদেশ সেনা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

প্রকাশিত: ০৬:৫৮, ২৯ আগস্ট ২০১৬

আইভরিকোস্টে ইউএন মিশনে বাংলাদেশ সেনা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনা কন্টিনজেন্ট প্রতিস্থাপিত হচ্ছে। বাংলাদেশ সিগন্যাল কোম্পানি/১৩ এর ৬৬ জনের দলটি শুক্রবার জাতিসংঘের চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইভরিকোস্টের উদ্দেশে যাত্রা করে। আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি সিগন্যাল কোম্পানি গত ২০০৪ সাল হতে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। এই কন্টিনজেন্ট মিশন হেডকোয়ার্টার্স ও মিশন এলাকায় মোতায়েনরত সকল ইউনিটের মধ্যে যোগাযোগ স্থাপনের দায়িত্বে নিয়োজিত রয়েছে। ইতোমধ্যে কন্টিনজেন্টটি হেডকোয়ার্টার্স ও জাতিসংঘ সদর দফতরের ভূয়সী প্রশংসা অর্জন করেছে। -আইএসপিআর
×