ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্সি ভার্সিটির উদ্যোগে দিক নির্দেশনামূলক কর্মশালা

প্রকাশিত: ০৬:৫৭, ২৯ আগস্ট ২০১৬

প্রেসিডেন্সি ভার্সিটির উদ্যোগে দিক নির্দেশনামূলক কর্মশালা

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সামাজিক ও শিক্ষাক্ষেত্রে দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ‘উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা : সাফল্যের পথ চলা’ নামে কর্মশালার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার বেলা ১১টায় বিএএফ শাহীন কলেজের শাহীন হলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় দেশের বরেণ্য শিক্ষাবিদগণ ছাত্র-ছাত্রীদের দিকনির্দেশনা দেন। কর্মশালায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন এইচএসসি পরীক্ষার পরে উচ্চশিক্ষার বিকল্প পথসমূহের দিক-নির্দেশনা দিয়েছেন। ব্যবসায় প্রশাসন বিষয়ে পেশা নির্বাচনের পরিকল্পনা ও করণীয় সম্বন্ধে আলোচনা করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডীন অধ্যাপক ড. নূরুর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ড. তপন কুমার চক্রবর্তী। পুর-প্রকৌশল বিষয়ে বক্তব্য রাখেন অধ্যাপক ড. জাহিদ হোসেন প্রধান। এছাড়াও মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং শিক্ষা সহায়ক অন্যান্য কর্মকা- এবং মানবিক মূল্যবোধ গঠন সম্বন্ধে আলোচনা করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর, স্টুডেন্ট এ্যাফেয়ার্স ড. বিলকিস রহমান। দেশের ছাত্র-ছাত্রীদের উজ্জল ভবিষ্যৎ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এই উদ্যোগটি গ্রহণ করেছে। প্রায় ১০০০ ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা রবিবারের কর্মশালায় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×