ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জায়ান্টদের জয়ের দিনে লিভারপুলের ড্র

প্রকাশিত: ০৬:৫৪, ২৯ আগস্ট ২০১৬

জায়ান্টদের জয়ের দিনে লিভারপুলের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে সব জায়ান্টরাই জয় পেয়েছে। শনিবার বার্নলিকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে চেলসি। বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি ২-১ ব্যবধানে হারিয়েছে সোয়ানসি সিটিকে। তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখেছে আর্সেনাল। ওয়াটফোর্ডকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শেষ পর্যন্ত আর্সেন ওয়েঙ্গারকে জয় উপহার দিয়েছে গানাররা। আর চেলসির মতো টানা তিন ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। মার্কাস রাশফোর্ডের শেষ মুহূর্তের গোলের সৌজন্যেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জোশে মরিনহোর দল। কিন্তু দুর্ভাগ্য জার্গেন ক্লপের লিভারপুলের। টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরতে হয়েছে তাদের। গত মৌসুমে নিজেদের লীগ শিরোপা ধরে রাখা তো দূরের কথা, ৩৮ ম্যাচে মাত্র ১২টিতে জয়ী হয়ে ৫০ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে লীগ শেষ করেছে চেলসি। কিন্তু সেই হতাশা থেকে বেরিয়ে আসার জন্য এবার মৌসুমের শুরু থেকেই বদ্ধপরিকর ব্লুজরা। নতুন কোচ এ্যান্তনিও কন্তের অধীনে বেশ ফুরফুরে মেজাজেই আছে চেলসি। তার প্রমাণও মিলছে একের পর এক জয়ে। গত মৌসুমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ইডেন হ্যাজার্ড। তবে এবার শুরু থেকেই নিজেকে প্রমাণে ব্যস্ত রয়েছেন তিনি। বার্নলির বিপক্ষে বেলজিয়ামের এই মিডফিল্ডারের গোলে ম্যাচ শুরুর ৯ মিনিটে এগিয়ে যায় চেলসি। কাফ ইনজুরি থেকে সুস্থ হয়ে ফেরা ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান ৪১ মিনেটে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৮৯ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা নাইজিরিয়ার ভিক্টর মোসেস। শিষ্যদের পারফর্মেন্সে দারুণ তৃপ্ত কন্তে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ম্যাচের শেষে ইতালিয়ান কোচ বলেন, ‘ছেলেরা সত্যিই অনেক ভাল পারফর্ম করেছে। এবারের মৌসুমে আমাদের শুরুটা বেশ ভাল হয়েছে। কিন্তু আমরা জানি এর চেয়েও আরও উন্নতি করতে হবে আমাদের। বিশেষ করে হ্যাজার্ড প্রতি ম্যাচেই পার্থক্য গড়ে দিচ্ছে। প্রতিনিয়তই নিজেকে মেলে ধরছে। এজন্য আমি খুবই আনন্দিত।’ ভিকারেজ রোডে আর্সেনাল মৌসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে নিজেদের তৃতীয় ম্যাচে। লিভারপুলের কাছে প্রথম ম্যাচে হারের পরে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির সঙ্গে ড্র করে ওয়েঙ্গারের শিষ্যরা। তাই চরম সমালোচনার মুখে পড়েন ওয়েঙ্গার। আর তৃতীয় ম্যাচ জিতে সমালোচকদের কিছুটা হলেও জবাব দিতে পেরেছেন গানারদের এই অভিজ্ঞ কোচ। দল বদলের বাজারে আর্সেনালকে খুব বেশি সমৃদ্ধ করতে না পারায় সমর্থকদের তোপের মুখেও পড়তে হয়েছে ওয়েঙ্গারকে। তার উপর প্রথম দুই ম্যাচে জয়বিহীন, দারুণ চাপে থাকা ওয়েঙ্গারের জন্য তাই এই জয়টা দরকার ছিল। এদিকে কেসিওএম স্টেডিয়ামে জোশে মরিনহোর অধীনে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ বছর বয়সী তরুণ প্রতিভাবান স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড আবারও নিজেকে মেলে ধরলেন দারুণভাবে। হাল সিটির কঠিন রক্ষণভাগের সামনে যখন বার বার হতাশ হতে হয়েছে রেড ডেভিলদের। ঠিক সেই ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে দলকে জয় নিশ্চিত করে দেন তিনি। ওয়েইন রুনির ক্রস থেকে বদলি খেলোয়াড় হিসেবে নেমে রাশফোর্ড ইউনাইটেডকে তিন পয়েন্ট উপহার দেন। আর নিজেদের কিং পাওয়ার স্টেডিয়ামে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি এদিন ২-১ গোলে হারায় সোয়ানসি সিটিকে। সেই সঙ্গে মৌসুমের প্রথম জয় তুলে নেয় ক্লদিও রানিয়েরির দল। সফরকারীদের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে কাউন্টার এ্যাট্রাক থেকে গোল করে লিচেস্টার সিটিকে এগিয়ে দেন জেমি ভার্ডি। আর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ওয়েস মরগান। পেনাল্টি থেকে দলের হয়ে তৃতীয় গোল করতে ব্যর্থ হন রিয়াদ মাহরেজ। ম্যাচের ৮০ মিনিটে সোয়ানসির পক্ষে লিরয় একটি গোল পরিশোধ করলেও হার এড়াতে তা যথেষ্ট ছিল না।
×