ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুভেন্টাসকে বাঁচালেন সামি খেদিরা

প্রকাশিত: ০৬:৫৪, ২৯ আগস্ট ২০১৬

জুভেন্টাসকে বাঁচালেন সামি খেদিরা

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়ালের হয়ে আলো ছড়িয়েছেন আগেই। এবার সিরি এ লীগেও সৌরভ ছড়াচ্ছেন সামি খেদিরা। শনিবার এই জার্মান মিডফিল্ডারের করা একমাত্র গোলেই যে ল্যাজিওকে পরাজিত করেছে জুভেন্টাস। সেই সঙ্গে লীগে টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট দখল করে নিয়েছে তারা। দিনের অন্যম্যাচে এদিন ৯ জনের এসি মিলানের বিপক্ষে ৪-২ গোলের নাটকীয় জয় পেয়েছে নেপোলি। গত কয়েক মৌসুম ধরেই সিরি এ লীগে রাজত্ব করছে জুভেন্টাস। এবারও শিরোপা ধরে রাখাই মূল লক্ষ্য তাদের। গত সপ্তাহে ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় দিয়ে লীগ শুরু করে সেই ইঙ্গিতটাও দিয়ে দেয় তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জুভেন্টাসকে বেশ ভুগিয়েছে ল্যাজিও। স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে ল্যাজিওর কঠিন প্রতিরোধের মুখে জুভেন্টাস খুব একটা সুযোগ আদায় করে নিতে পারেনি। কিন্তু মারিও মানজুকিচের স্থানে দ্বিতীয়ার্ধে দল বদলের রেকর্ড সৃষ্টি করা গঞ্জালো হিগুয়েইন নামার সঙ্গে সঙ্গে ৬৬ মিনিটে জার্মান মিডফিল্ডার খেদিরা পাওলো দিবালার পাস থেকে ল্যাজিও গোলরক্ষক ফেডেরিকো মারচেত্তিকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন। এই এক গোলই কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রিকে সন্তুষ্ট করতে যথেষ্ট ছিল। এদিকে গত মৌসুমের শীর্ষ গোলদাতা হিগুয়েইনকে হারিয়ে বেশ মুষড়ে পড়েছে নেপোলি। যদিও হিগুয়েইনের জায়গায় তারা দলে ভিড়িয়েছে পোলিশ স্ট্রাইকার আরকাডিয়াস মিলিককে। সান পাওলোতে প্রথমার্ধেই পরপর দুই গোল করে তিনি সমর্থকদের নিজেকে চিনিয়েছেন। গত সপ্তাহে পেসাকারার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারানো নেপোলিকে ৩৩ মিনিটের মধ্যেই ২-০ গোলে লিড এনে দেন মিলিক। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে এম’বায়ে নিয়াং ও স্প্যানিশ স্ট্রাইকার সুসো ম্যাচে সমতা ফেরান। কিন্তু মারটেনসকে অপ্রয়োজীয় এক চ্যালেঞ্জ করে জুরাজ কুকা লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেলে ১০ জনের দলে পরিণত হয় মিলান। ৭৪ মিনিটে মারটেনসের শট মিলান গোলরক্ষক ডোনারমা আটকে দিলেও ফিরতি বল থেকে গোল করে আবারও নেপোলিকে এগিয়ে দেন ক্যালেয়ন। ম্যাচ শেষের আগে নিয়াং দ্বিতীয় হলুদ কার্ড দেখে বাইরে চলে গেলে ৯ জনের দলে পরিণত হয় মিলান।
×