ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইনজুরিতে তামিম, মাঠের বাইরে তিন সপ্তাহ

প্রকাশিত: ০৬:৫৩, ২৯ আগস্ট ২০১৬

ইনজুরিতে তামিম, মাঠের বাইরে তিন সপ্তাহ

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট দলের ভেতর একটি দুঃসংবাদের ছোঁয়া লাগল। শনিবার ইনজুরিতে পড়েন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। তিন সপ্তাহ মাঠের বাইরেও থাকতে হবে তামিমকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে নামার জন্য অনুশীলন করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শনিবার সেই অনুশীলনের সময় ইনডোরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে বলের আঘাত পান তামিম। এ ইনজুরিতে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। এমনকি এ সময়ের মধ্যে ব্যাটিংও করতে পারবেন না। চতুর্থ সপ্তাহ থেকে পুরোদমে ব্যাটিং করতে পারবেন। শনিবার ইনজুরিতে পড়লেও রবিবার মাঠের বাইরে এ দীর্ঘদিন থাকতে হবে, তা নিশ্চিত হন তামিম। এক্সরে করানোর পর দেখা যায় আঙ্গুলে চিড় ধরেছে। তবে শঙ্কার কিছু নেই। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ ঠিকই খেলতে পারবেন। এমনকি এর আগে যে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার সম্ভাবনা আছে, এই সিরিজেও খেলতে পারবেন বাংলাদেশ ওপেনার। রবিবার থেকে যদি তিন সপ্তাহ ধরা হয়, তাহলে ১৭ সেপ্টেম্বর তিন সপ্তাহ শেষ হবে। আজ থেকেই তামিমের ইনজুরি থেকে মুক্ত হওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে তিন সপ্তাহ পুরো ধরলেও ১৮ সেপ্টেম্বর থেকেই ব্যাটিং করতে পারবেন তামিম। এর আগে ব্যাটিং করতে পারলে তো কথাই নেই। আরও সুবিধা হবে। বিসিবি সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বরের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হওয়ার কোন সম্ভাবনা নেই। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজ ইংল্যান্ড আসার আগেই শেষ হয়ে যাবে। যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে হবে ওয়ানডে সিরিজ। তাই আফগানদের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচের সিরিজের কথাই ভাবা হয়েছে। আফগানিস্তানও তাতে রাজি। এখন শুধু সূচী ঘোষণার অপেক্ষামাত্র। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মিডিয়া ম্যানেজার আজিজ ঘারওয়ালই ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, ‘বিসিবির সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। আগামী মাসে (সেপ্টেম্বরে) একটি সিরিজ খেলার কথা হচ্ছে। এখন শুধু সমঝোতা চুক্তি হওয়া বাকি। এখনও সিরিজের সূচী চূড়ান্ত হয়নি। তবে আমরা দ্রুতই তা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করব।’ এদিকে ইনজুরিতে পড়েছেন নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সালমা খাতুনও। তিনিও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য চলমান অনুশীলনে ডান হাতে চোট পান। তাই আয়ারল্যান্ড সফরেই থাকছেন না এ অলরাউন্ডার। খুব বেশি সময়ও নাই। দুটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলতে ২ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ত্যাগ করবে নারী ক্রিকেট দল। শুরুতে টি২০ সিরিজ খেলা হবে। ৫ ও ৬ সেপ্টেম্বর দুটি টি২০ ম্যাচ হবে। একদিন বিরতি দিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ও ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে খেলতে আসছে ইংল্যান্ড। এ সুসংবাদে যখন সবাই আনন্দে ভাসছে, ঠিক তখনই ইনজুরিতে পড়ে গেলেন তামিম। যদি কোন কারণে সিরিজের আগে তামিম ঠিক হতে না পারেন, তাহলেই বাংলাদেশ দল সমস্যায় পড়ে যাবে। মুস্তাফিজুর রহমান সিরিজে খেলতে পারবেন না, তা নিশ্চিত হয়ে গেছে। তাসকিন আহমেদের বোলিং এ্যাকশন শুদ্ধ করার পরীক্ষা দিতে হবে। শুদ্ধ হলেই কেবল তাসকিন সিরিজে অংশ নিতে পারবেন। না হলে এ মুহূর্তে দেশের সবচেয়ে গতিতে বল করা তাসকিনকেও হারাতে হবে। এর সঙ্গে যদি তামিম যুক্ত হন, তাহলে বাংলাদেশ দলের জন্য বিপদই আসতে পারে। তবে মুস্তাফিজ ছাড়া তাসকিনও বোলিং এ্যাকশন পরীক্ষা দিয়ে শুদ্ধ প্রমাণ হয়ে যাবেন, তামিমও খেলতে পারবেন; এমন আশাই করা হচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ন। অনুর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপ হয়েছে বাংলাদেশে। এশিয়া কাপ টি২০ হয়েছে। এ টুর্নামেন্টগুলো সঠিকভাবে হয়েছে। নিরাপত্তা নিয়ে কোন সমস্যা হয়নি। এ বিষয়গুলো ইংল্যান্ডকেও নিশ্চয়ই ভাবিয়েছে। এখন ইংল্যান্ড যদি ভালভাবে বাংলাদেশে এসে সিরিজ খেলে যায়, তাহলে অন্য দলগুলোও বাংলাদেশে আসার বিষয়ে আর কোন নেতিবাচক মনোভাব দেখাবে না। অস্ট্রেলিয়া ক্রিকেট দলই যেমন গতবছর অক্টোবরে সিরিজ খেলতে আসেনি। কিন্তু এখন যখন ইংল্যান্ড দল বাংলাদেশে আসার সবুজ সংকেত দিয়েছে, তারা আবার না আসার কারণ ব্যাখ্যা করছে। জঙ্গী হামলার আশঙ্কার জন্যই নাকি বাংলাদেশে সফর করতে আসেনি অস্ট্রেলিয়া। অনুর্ধ ১৯ দলকেও বিশ্বকাপ খেলতে পাঠায়নি। অস্ট্রেলিয়া এখন যে ব্যাখ্যাই দেক, তা নিয়ে কেউ ভাবছে না। এখন শুধু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে ক্রিকেটাঙ্গনে ভাবনা চলছে। সেই ভাবনার সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে সিরিজও যুক্ত হচ্ছে। এর মধ্যেই তামিম ইনজুরিতে পড়ে গেলেন। যেটি দুঃসংবাদ হয়েই ধরা দিল।
×