ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, জয়ের ধারা বজায় ;###;রাখার মিশন চাইনিজ তাইপের, প্রথম জয়ের খোঁজে ;###;মুখোমুখি ইরান-কিরগিজস্তান

উজ্জীবিত বাংলাদেশের প্রতিপক্ষ আজ সিঙ্গাপুর

প্রকাশিত: ০৬:৫২, ২৯ আগস্ট ২০১৬

উজ্জীবিত বাংলাদেশের প্রতিপক্ষ আজ সিঙ্গাপুর

জাহিদুল আলম জয় ॥ র‌্যাঙ্কিং যে সবসবময় শক্তিমত্তার সঠিক অবস্থান বোঝায় না সে প্রমাণ নিজেদের প্রথম ম্যাচেই দিয়েছে বাংলাদেশ অনুর্ধ ১৬ দলের মহিলা ফুটবলাররা। এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে শক্তিশালী ইরানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সে প্রমাণ আরেকবার রেখেছে বাংলার মেয়েরা। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ অনুর্ধ ১৬ মহিলা দল। এবারের প্রতিপক্ষ সিঙ্গাপুর অনুর্ধ ১৬ মহিলা দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। শুরুতে র‌্যাঙ্কিংয়ের প্রসঙ্গ বলা হয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচের আগে স্পষ্ট ফেবারিট ছিল ইরান। ফিফা মহিলা র‌্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান যেখানে ৫৫তম সেখানে বাংলাদেশের অবস্থান ১২১তম। সেই ইরানকে হেসেখেলেই হারিয়েছে মার্জিয়া, মৌসুমী, তহুরারা। প্রতিপক্ষের চেয়ে গতি, স্কিল, বোঝাপড়া সবদিক থেকেই এগিয়ে ছিল বাংলার মেয়েরা। কাগজে-কলমে শক্তিশালী ইরানকে হারানোর পর সিঙ্গাপুরের বিরুদ্ধেও অভিন্ন লক্ষ্য কোচ গোলাম রব্বানী ছোটনের দলের। বাংলাদেশ কোচ জানিয়েছেন, জয়ের জন্যই খেলবে তার দল। বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে যেখানে ৬৬ ধাপ এগিয়ে ইরান, সেখানে আজকের প্রতিপক্ষ সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ১৮। অর্থাৎ সিঙ্গাপুরের র‌্যাঙ্কিং ১০৩তম। তবে এসব নিয়ে ভাবছে না বাংলাদেশ। লাল-সবুজের দলের লক্ষ্য ধাপে ধাপে এগিয়ে চলা। অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের ভাবনা এমনই। টাইগার অধিনায়ক জানিয়েছেন, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জয় সম্ভব। নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে এশিয়ার আরেক শক্তি চাইনিজ তাইপে। কিরগিজস্তানকে ৭-১ গোলে হারানো তাইপে আজ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আজকের আরেক ম্যাচে লড়বে প্রথম জয়ের খোঁজে থাকা ইরান ও কিরগিজস্তান। ম্যাচ দুটি হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যথাক্রমে বেলা ১১টায় ও বিকেল ৩টায়। বাংলাদেশ ও সিঙ্গাপুর দু’দলই রবিবার অনুশীলন করেছে বাফুফে টার্ফে। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে সতর্ক থেকেই মাঠে নামবে বাংলাদেশ। বাছাই পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলা যে সহজ হবে না সেটা ভালমতোই জানা স্বাগতিকদের। ইরানকে হারিয়ে একধাপ এগোলেও পরের ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ। বিশেষ করে চাইনিজ তাইপে এবার বড় চ্যালেঞ্জ মার্জিয়া, তহুরাদের। বাছাইপর্বে বাংলাদেশ খেলছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল ২০১৭ সালে এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। প্রথম ম্যাচ আরব আমিরাতের সঙ্গে ২-২ গোলে ড্র করা সিঙ্গাপুরেরও লক্ষ্য জয় তুলে নেয়া। স্বাগতিকদের কঠিন প্রতিপক্ষ মানলেও তাদের হারানো সম্ভব বলে মনে করছেন দেশটির কোচ। সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশের মহিলা অনুর্ধ দলগুলো তাক লাগানো সাফল্য পাচ্ছে। গত বছরের ডিসেম্বরে নেপালে এবং চলতি বছরের মে মাসে তাজিকিস্তানে ‘এফসি অনুর্ধ ১৪ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল তারা। ২০১৫ বছরের ২২ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে এএফসি অনুর্ধ ১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনুর্ধ ১৪ বালিকা ফুটবল দল দুর্দান্ত সাফল্য পেয়েছিল। ওই দলের বেশ কয়েকজন ফুটবলার আছে অনুর্ধ ১৬ দলেও। বিশেষ করে অনুর্ধ ১৪ দলের অধিনায়ক কৃষ্ণা এবার অনুর্ধ ১৬ দলেরও অধিনায়ক। ধারাবাহিক সাফল্য পাওয়ায় ঘরের মাঠেও ভাল করার আশা বাংলাদেশের। টুর্নামেন্ট শুরুর আগে কোচ ছোটন এমনই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, র‌্যাঙ্কিংয়ে বাকি সব দলই আমাদের চেয়ে এগিয়ে ঠিকই। কিন্তু গত বছরের সাফল্যের আলোকে বলতে পারি আমরা এবার খারাপ করব না। বলতে পারেন আমরাই অন্যতম ফেবারিট। মূল প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছি ইরান ও চাইনিজ তাইপেকে। প্রথম ম্যাচে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশী মেয়েরা। এবার সিঙ্গাপুরের বিপক্ষে কি হয় সেটাই দেখার।
×