ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে পলাতক

সাজাপ্রাপ্ত দুই আসামিকে ফেরত আনতে শীঘ্রই আলোচনা ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ আগস্ট ২০১৬

 সাজাপ্রাপ্ত দুই আসামিকে ফেরত আনতে শীঘ্রই আলোচনা ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যুক্তরাজ্যে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান ও চৌধুরী মঈন উদ্দিনকে দেশে ফেরাতে দেশটির সঙ্গে শীঘ্রই আলোচনা শুরু হবে। তিনদিনের সফরে বাংলাদেশে আসা যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্টের সঙ্গে রবিবার সচিবালয়ে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। আনিসুল হক বলেন, ‘দুজন যুদ্ধাপরাধী যাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজা দিয়েছে তারা যুক্তরাজ্যে আছে। আমি আজকে উনাকে অনুরোধ করেছি আমাদের এই যুদ্ধাপরাধীকে ফেরত আনার বিষয়ে আমাদের বোধ হয় এখন সময় হয়েছে আলাপ-আলোচনা করার। ‘তারা আমাকে বলেছেন, সেই বিষয়ে আলোচনা করতে আগ্রহী এবং সেই আলোচনা খুব শীঘ্রই শুরু হবে।’ যুক্তরাজ্যের মন্ত্রীর সঙ্গে যে মতবিনিময় হয়েছে তাকে ‘অত্যন্ত ভাল দিক’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আমি আর বিশেষ কিছু বলব না, কারণ তারা ওখান থেকে গা ঢাকা দেন এটা আমরা নিশ্চয়ই চাইব না। আমরা যে লক্ষ্যে কাজ করছি সেটা যেন সফল হয়।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীকে ফেরত আনার বিষয়ে সোমবার কোন আলোচনা হবে কিনা- এমন প্রশ্নে আনিসুল বলেন, ‘আমি এখনও জানি না, কারণ এজেন্ডা পররাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করছে।
×