ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অস্থির লবণের বাজার সামাল দিতে দেড় লাখ টন আমদানির অনুমতি

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ আগস্ট ২০১৬

অস্থির লবণের বাজার সামাল দিতে দেড় লাখ টন আমদানির অনুমতি

এম শাহজাহান ॥ আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে অস্থির লবণের বাজার। দাম বাড়ছে শিল্প ও ভোজ্য লবণের। কোরবানির চামড়া সংরক্ষণে লবণের প্রয়োজন হবে। তাই বাজার সামাল দিতে জরুরী ভিত্তিতে দেড় লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নাগালের বাইরে চলে যাচ্ছে ভোজ্য লবণের দামও। দাম নিয়ন্ত্রণে এখন কার্যকর কোন উদ্যোগ না নেয়া হলে চিনির দামে লবণ বিক্রি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমান প্রতিকেজি প্যাকেট লবণ বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা। তবে বড় কোম্পানিগুলো বাংলাদেশ ট্যারিফ কমিশনের দ্রব্যমূল্য মনিটরিং সেলকে চিঠি দিয়ে লবণের দাম আরও বাড়ানোর কথা জানিয়েছে। তাদের এই দাবি পূরণ হলে এক বছর আগের চেয়ে ভোক্তাদের প্রায় ৬০ শতাংশ বেশি অর্থ খরচ হবে। এতে ভোক্তা পর্যায়ে প্রতিকেজি লবণের দাম পড়বে ৫০-৫৫ টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। জানা গেছে, লবণের চাহিদা মেটাতে আমদানির সুযোগ দেয়া হয়। গত ১৪ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে ৭৫ হাজার টন শিল্প লবণ ও ৭৫ হাজার টন ভোজ্য লবণ আমদানির কথা উল্লেখ করা হয়েছে। এবার ঋণপত্র খুলতে নতুন করে ১১টি শর্ত দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন গণবিজ্ঞপ্তি অনযায়ী দ্রুত লবণ আমদানির ঋণপত্র খুলতে পারবেন ব্যবসায়ীরা। ইতোপূর্বে শিল্প মন্ত্রণালয়ের আবেদনকৃত মিলের মধ্যে সমহারে লবণ আনার অনুমতি দেয়া হতো। কিন্তু এবার শিল্প লবণ নাম দিয়ে আমদানিতে আরেকটি কোটা সৃষ্টি করায় এ শিল্পের ছোট ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
×