ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৬, ২৯ আগস্ট ২০১৬

টুকরো খবর

সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে স্ত্রী নিহত, স্বামী ও শিশু আহত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের স্ত্রী নিহত এবং স্বামী ও ১ বছরের সন্তান আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত দিনাজপুর সদর উপজেলার কসবা গ্রামের ফয়সাল হক (৩৫), তার স্ত্রী বুলবুলি বেগম (৩০) ও ১ বছরের শিশুকন্যাসহ শনিবার রাত ১০টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৯টায় গৃহবধূ বুলবুলি (৩০) মারা যান। সীতাকু-ে নসিমন চালক নিজস্ব সংবাদদাতা সীতাকু- থেকে জানান, চট্টগ্রামের সীতাকু-ে ট্রাকের চাপায় বিন চন্দ্র দাশ (৩০) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ পথচারী। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমনচালক বাঁশবাড়ীয়া ধনিয়াপাড়া এলাকার রসিদ চন্দ্র দাসের পুত্র। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়ীয়া এলাকায় সকালে চট্টগ্রামমুখী একটি ট্রাক অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্বপাশে দাঁড়ানো অবস্থায় একটি নসিমন ও বাজারে আসা ২ পথচারীকে চাপা দেয়। এতে নসিমনের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত ২ জনকে কুমিরা ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লায় হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৮ আগস্ট ॥ বরুড়ায় ইজ্জত আলীকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। রবিবার এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এম আলী আহমেদ। আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে মামলা থাকার আক্রোশের জেরে ২০০৩ সালের ৮ মার্চ বরুড়া উপজেলার বড়বাতুয়া গ্রামের মাসুম ও আমান উল্লাহ পূর্বপরিকল্পিতভাবে একই গ্রামের ইজ্জত আলীর ঘাড় কেটে হত্যা করে সদর উপজেলার বড় ধর্মপুর হাফিজ্জাখোলা এলাকায় লালমাই পাহাড়ী রাস্তার ওপর লাশ ফেলে রাখে। এ ঘটনায় ওই দিন ইজ্জত আলীর ভাই লিয়াকত আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। রবিবার আদালত চারজনকে যাবজ্জীবন কারাদ- ও একজনকে বেকসুর খালাস প্রদান করে। দ-প্রাপ্তরা হলোÑ বরুড়া উপজেলার বড়বাতুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মাসুম ও আলী আকবর, একই গ্রামের আলী আকবরের ছেলে মোজাম্মেল ও মৃত সৈয়দ আলীর ছেলে আমান উল্লাহ। সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফিলিংম্যানের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সীতাকু- (চট্টগ্রাম), ২৮ আগস্ট ॥ হাসপাতালে টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সীতাকু-ে অক্সিজেন বোতলজাতকারী কারখানার অগ্নিদগ্ধ ফিলিংম্যান আমিনুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। রবিবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমিনুল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আবদুর রশিদের ছেলে। জানা যায়, গত ২৩ আগস্ট দুপুরে মাদামবিবির হাট এলাকায় শাহিনের মালিকানাধীন ফয়জুন অক্সিজেন লিমিটেড কারখানায় অক্সিজেন বোতলজাত করাকালে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন আমিনুল। ঢামেক চিকিৎসক ফের জেলহাজতে নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৮ আগস্ট ॥ শেরপুরে ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তনের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ও সার্জারি বিভাগের চিকিৎসক শরীফুল ইসলাম শরীফকে ফের জেলহাজতে যেতে হয়েছে। রবিবার বিকেলে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা ডাঃ শরীফের জামিন স্থায়ীর বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম তা নাকচ করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পরপরই তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে ওই চাঞ্চল্যকর মামলার দীর্ঘ আট মাস পরও অপর আসামি ময়মনসিংহের কু-ু প্যাথলজির মালিক ডাঃ কে কে কু-ুকে গ্রেফতার ও মামলার তদন্ত শেষ না করায় উদ্বেগ প্রকাশ করেছে জেলা মহিলা পরিষদ। অবিলম্বে তাকে গ্রেফতারসহ উভয়কে দ্রুত বিচারের মুখোমুখি করা না হলে ফের বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও মহিলা পরিষদ নেতৃবৃন্দ আভাস দিয়েছেন। স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ- সটাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মুক্তাগাছায় গৃহবধূ জুলেখা হত্যা মামলার রায়ে স্বামী আব্দুর রেজ্জাককে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। রবিবার ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন এই আদেশ দেন। ময়মনসিংহ আদালতের পুলিশ পরিদর্শক নওয়াজেশ আলী মিয়া জানান, যৌতুক না পেয়ে ২০১৩ সালে স্ত্রী জুলেখাকে স্বামী আব্দুর রেজ্জাক কুপিয়ে হত্যা করে। মুন্সীগঞ্জে মাছের পোনা অবমুক্ত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা আবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। এ সময় কর্মসূচীর উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. ওলিউর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, বিভাগীয় মৎস্য মনিটরিং সেলের সদস্য শাজাহান মোঃ আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, বয়রাগাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ প্রমুখ। নাগেশ্বরীতে বই বিক্রির তদন্ত শুরু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সন্তোষপুর আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের ৯৭৯ সরকারী বই বিক্রির ঘটনা তদন্ত করেছেন তিন সদস্যের তদন্ত কমিটি। রবিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিদ্যালয়ে সংশ্লিষ্ট সাতজনের লিখিত সাক্ষ্য নেয় তদন্ত কমিটি। প্রধান শিক্ষক নিজে উপস্থিত থেকে বই বিক্রি করেন। সাক্ষ্য প্রমাণে এমনটাই মিলেছে। গত সোমবার দুপুরে পুরাতন কাগজ ব্যবসায়ীকে মোবাইল ফোনে ডেকে চলতি বছরের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বিষয়ের ৯৭৯ কেজি দরে বিক্রি করেন প্রধান শিক্ষক আব্বাছ উদ্দিন। খুলনা মেডিক্যালে রাজনীতি নিষিদ্ধ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মেডিক্যাল কলেজে (খুমেক) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র রবিবার খুলনা মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কলেজের অধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মাহাবুব ওই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, শনিবারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সাময়িক বহিষ্কৃতরা হলেন- কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ মনসুর, ছাত্রলীগ কর্মী সাকিবুল ইসলাম, অনিন্দ্য সুন্দর ও রাসেল। ছয় দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৮ আগস্ট ॥ বোরহানউদ্দিন উপজেলার মজম বাজারে আগুন লেগে ৬ দোকান পুড়ে গেছে। জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মজম বাজারের পূর্ব রোডে আগুন লেগে ৬টি দোকানের মালামালসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। আবুল হোসেনের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ওই আগুন পাশের ইউসুফের মুদি দোকান, তোফাজ্জল হোসেন চৌকিদারের চায়ের দোকান, রাশেদ কর্মকারের লোহার দোকান, আব্দুস সালামের গুদাম ঘর, আলীর ফাস্টফুড ও স্টেশনারি দোকান পুড়ে যায়। পাঁচ ডাকাতসহ আটক ৫৫ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৮ আগস্ট ॥ ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এছাড়া আরও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে শহরের বসাকপাড়া কালীমন্দিরের সামনে ডাকাতির প্রস্ততি নেয়ার সময় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে স্কচটেপ, রশি, চাপাতি, ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় লুটে নেয়া ৫টি মোবাইল ফোনসেট। গ্রেফতারকৃতরা হলোÑ আল সাদিক, নাজমুল হাসান, নাজমুল হক, আল আমীন ও জাকিরুল। কর্মব্যস্ত হয়ে উঠেছে কর্ণফুলীর ১৬ ঘাট স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মজুরি বৃদ্ধিসহ চার দফা দাবিতে নৌযান শ্রমিকদের লাগাতার ধর্মঘট প্রত্যাহারে সচল হয়েছে অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী লাইটার জাহাজগুলো। রবিবার সকাল থেকেই কর্মচঞ্চল হয়ে ওঠে কর্ণফুলীর ঘাটগুলো। ১৬টি ঘাটে একযোগে শুরু হয় স্বাভাবিক কর্মকা-। মাঝে পাঁচ দিন বন্ধ থাকায় এদিনের কর্মব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। নদীতে নোঙর লাইটার জাহাজগুলো যাত্রা করে বহিঃনোঙরের উদ্দেশ্যে। শুরু হয় বড় জাহাজ থেকে পণ্য লাইটারিং। চট্টগ্রাম বন্দর বহিঃনোঙর সচল হয়েছে নৌযান শ্রমিকদের কাজে যোগদানের মধ্য দিয়ে। সেখানে পাঁচ দিন ধরে অলস ভাসমান ছিল পণ্যভর্তি মাদার ভেসেল। রবিবার শুরু হয় ওই সব জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য বোঝাইয়ের কাজ। চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজগুলো। মাঝে কাজ না হওয়ায় সে কর্মব্যস্ততা যেন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি।
×