ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে চার ছাত্র হত্যা মামলার চার্জ গঠন ফের পেছাল

প্রকাশিত: ০৪:১৫, ২৯ আগস্ট ২০১৬

হবিগঞ্জে চার ছাত্র হত্যা মামলার চার্জ গঠন ফের পেছাল

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৮ আগস্ট ॥ এক আসামির বয়স নির্ধারণ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ফের পিছিয়ে গেল হবিগঞ্জের আলোচিত সুন্দ্রাটিকির চার স্কুলছাত্র অপহরণ ও হত্যাকা- মামলার চার্জ গঠন। জানা গেছে, সংশ্লিষ্ট মামলার বিবাদীপক্ষ আসামি রুবেল মিয়া অপ্রাপ্তবয়স্ক দাবি করলে সৃষ্ট জটিলতা নিরসনে আদালত হবিগঞ্জ সিভিল সার্জনকে ওই ব্যক্তির প্রকৃত বয়স নির্ধারণকল্পে মতামত দাখিলের নির্দেশ দেয়। এরই প্রেক্ষিতে আদালতে সিভিল সার্জন ওই ব্যক্তি প্রাপ্তবয়স্ক বলে তার মতামত দাখিল করেন। কিন্তু রবিবার এ মামলার নির্ধারিত চার্জ গঠনের দিন আসামিপক্ষ রুবেল মিয়ার বয়স নির্ধারণ নিয়ে পুনরায় হাইকোর্টে আপিল করবে মর্মে আদালতকে অভিহিত করে। ফলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন সংশ্লিষ্ট মামলাটির চার্জ গঠন না করে আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী তারিখ পুনঃনির্ধারন করেন। এছাড়া হবিগঞ্জ জেলা কারাগারে আটক সংশ্লিষ্ট মামলার আসামি আরজু মিয়ার জামিন প্রার্থনাও নামঞ্জুর করা হয়।
×