ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে রাবি ছাত্রী

প্রকাশিত: ০৪:১৪, ২৯ আগস্ট ২০১৬

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে  রাবি ছাত্রী

রাবি সংবাদদাতা ॥ কানে হেডফোন লাগিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনে হেঁটে বেড়ানোর মূল্য দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী। রবিবার বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটের কাছে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শান্তনা বসাক নামের ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। শান্তনা বসাক বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জের তাড়াশ থানার মাধইনগর গ্রামের নরেন্দ্রনাথ বসাকের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। রবিবার বিকেল থেকেই শান্তনা বসাক বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেললাইনে হেঁটে হেঁটে মুঠোফোনে কথা বলছিলেন। তার কানে হেডফোন লাগানো ছিল। চারুকলা গেটে দায়িত্বরত পুলিশ সদস্যরা বেশ কয়েকবার তাকে রেললাইন থেকে সরে যাওয়ার ইঙ্গিত করলেও তিনি শোনেননি।
×