ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গী নির্মূলের অঙ্গীকারে মানববন্ধনে আইনজীবীরা

প্রকাশিত: ০৪:১৪, ২৯ আগস্ট ২০১৬

জঙ্গী নির্মূলের অঙ্গীকারে মানববন্ধনে আইনজীবীরা

জনকণ্ঠ ডেস্ক ॥ রবিবার সারাদেশে আইনজীবীরা জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নেমে আসে। জঙ্গী নির্মূলের অঙ্গীকারে তারা বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : দিনাজপুর ॥ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জঙ্গী, সন্ত্রাসবাদ ও নাশকতাবিরোধী মিছিল এবং মানববন্ধন হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে আদালত এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সর্বদলীয় আইনজীবী সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন হয়। জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুল লতিফ, আজিজুল ইসলাম জুগলু, আব্দুল লতিফ, ইউসফ আলী, হামিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, নুরুজ্জামান জাহানী, শৈলেন কান্তি রায়, আব্দুল হালিমসহ প্রমুখ। ঝিনাইদহ ॥ জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন করেছে আইনজীবীরা। রবিবার সকালে আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতি এ কর্মসূচীর আয়োজন করে। বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট দবির হোসেন, সাধাণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, সাবেক সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান, এ্যাডভোকেট এসএম মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, পিপি ইসমাইল হোসেন, এ্যাডভোকেট খান আক্তারুজ্জামান, অতিরিক্ত পিপি এ্যাডভোকেট সাদাতুর রহমান হাদী, জিপি এ্যাডভোকেট সুবীর সমার্দ্দার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী একরামুল হক আলম, এপিপি আব্দুল্লাহ মিন্টু, এ্যাডভোকেট আব্দুল খালেক সাগর, এ্যাডভোকেট মামুন প্রমুখ। মুন্সীগঞ্জ ॥ জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিতে মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে শহরের পুরাতন কাচারী চত্বরে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদফতর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন জেলা শাখার সহ-সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক আহমদুল্লাহ খান সংগঠনটির জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদ্রাসা ও সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। কক্সবাজার ॥ জেলা বারে কর্মরত আইনজীবীরা জঙ্গীবাদবিরোধী মিছিল ও মানববন্ধন করেছে। রবিবার সকালে জেলা আইনজীবী সমিতির ব্যানারে মিছিল আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে জেলা বার ভবনের সামনে মানববন্ধনে মিলিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
×