ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোনে প্রতারণা ॥ নিঃস্ব হচ্ছে মানুষ

প্রকাশিত: ০৪:১২, ২৯ আগস্ট ২০১৬

মোবাইল ফোনে প্রতারণা ॥ নিঃস্ব হচ্ছে মানুষ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ মোবাইল প্রতারণা মারাত্মক আকার ধারণ করেছে। জেলা জুড়ে এই প্রতারণার ফাঁদে পড়ে কয়েক হাজার মানুষ ও তাদের পরিবার একেবারে পথের ফকিরে পরিণত হয়েছে। মোবাইল ফোনে লটারিতে মাইক্রোবাস ও ২০ থেকে ৫০ লাখ টাকা জেতার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রটি। এমনি একজন মোশারফ হোসেন। সম্প্রতি ০১৭০৮১৯৬৮৭৭ নম্বর থেকে তার নাম্বারে কল আসে। প্রতারক বলে যে সে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার থেকে মোবাইল করছে। প্রতারক কাউকে কিছু না বলে গোপনীয়তা রক্ষা করে তার নম্বরে কলকরার কথা বলে। সেই কলে জানানো হয় তিনি মোবাইল লটারিতে মাইক্রোবাস পেয়েছেন। এই মাইক্রোবাস পেতে তাকে দুই লাখ টাকা খরচা করতে হবে। সেই টাকা দিতে হবে একটি নির্দিষ্ট বিকাশ নম্বরে। মোশারফ খুশিতে গদ গদ হয়ে কাউকে কিছু না বলে দুই লাখ টাকা বিকাশে পাঠিয়ে দেয়। এরপর প্রতারক চক্র তার মোবাইল বন্ধ করে দেয়। এভাবে প্রতিদিন ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।
×