ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তথ্য গোপন করে চাকরি ‘জঙ্গী’ শিক্ষক পলাশের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:১১, ২৯ আগস্ট ২০১৬

তথ্য গোপন করে চাকরি ‘জঙ্গী’ শিক্ষক পলাশের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ তথ্য গোপন করে সরকারী চাকরি করার অভিযোগে জঙ্গী সন্দেহে আটক কলেজ শিক্ষক এসএম সাদিকুর রহমান পলাশের বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইডি যশোর জোনের পরিদর্শক আজগর আলী আটকের ৯ দিন পর রবিবার কোতয়ালি থানায় মামলাটি করেন। পলাশ জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য। বর্তমানে তিনি উপশহর সারথী মিল মোড়ের ১ নম্বর সেক্টরের ২ নম্বর প্লটে বসবাস করেন। তিনি ঝিনাইদহের সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের প্রভাষক। আটকের পর তিনি একেক সময় একেক রকম কথা বলতে থাকেন। পরে তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে পলাশ জানান, তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। ২০১২ সালে ঢাকার কাটাবন এলাকায় হিযবুত তাহরীর পোস্টার লাগানোর সময় ঢাকার শাহবাগ পুলিশের হাতে সে সময় আটক হন তিনি।
×