ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয়করণ থেকে বাদ বঙ্গবন্ধুর নাম রাখা কলেজ

প্রকাশিত: ০৪:১১, ২৯ আগস্ট ২০১৬

জাতীয়করণ থেকে বাদ বঙ্গবন্ধুর নাম রাখা কলেজ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়কে জাতীয়করণ করার দাবিতে মাঠে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা। রবিবার দুপুরে কলেজের সামনে যশোর-ঢাকা মহাসড়কের খাজুরা এলাকায় এ দাবিতে মানববন্ধন করে তারা। মানববন্ধন থেকে দাবি করা হয়, উপজেলার শ্রেষ্ঠ কলেজ হয়ে সব যোগ্যতা পূরণ করা সত্ত্বেও কলেজটি জাতীয়করণ করা হয়নি। বরং অজ্ঞাত কারণে এই কলেজটিকে পাস কাটিয়ে উপজেলার ‘ভাংড়ি’ কলেজ জাতীয়করণের তালিকায় রাখা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের নামে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ কলেজটির নামকরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
×