ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্তান হত্যা ॥ আদালতে মায়ের স্বীকারোক্তি, বাবা গ্রেফতার

প্রকাশিত: ০৪:১১, ২৯ আগস্ট ২০১৬

সন্তান হত্যা ॥ আদালতে মায়ের স্বীকারোক্তি, বাবা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চার বছরের শিশুকন্যা সুখুমনিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছে মা মতিজন বেগম। শনিবার সন্ধ্যায় চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিচারক আকরাম হোসেনের নিকট শিশুটির মা মতিজান ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দী দিয়েছে। ঘটনার পর মরদেহ গর্তে ফেলে রাখার জন্য তার স্বামী সহযোগিতা করেছে বলেও জানান তিনি। আদালত মতিজান বেগমকে জেলহাজতে পাঠিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিমলা থানার এসআই সাহবুদ্দিন রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানায় মতিজান বেগমের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতেই হত্যার শিকার শিশুটির বাবা মামলার বাদী ইনছান আলীকে গ্রেফতার করা হয়। তারও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকড করানো হবে। পুলিশ জানায়, নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের গুচ্ছগ্রাম সংলগ্ন একটি বাঁশঝাড় হতে গলাকাটা চার বছরের শিশু সুখুমনি মরদেহ উদ্ধার করা হয় গত ২৪ আগস্ট মধ্য রাতে। এ ঘটনায় ওই শিশুটির বাবা ইনছান আলী বাদী হয়ে গ্রামের চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। কিন্তু তদন্তে হত্যার আলামত খুঁজে পায় পুলিশ বাদীর বাড়িতেই। ফলে মামলার বাদী ইনছান আলীর স্ত্রী মতিজান বেগমকে শুক্রবার রাতে আটক করা হয়।
×