ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শান্তি আলোচনা স্বাগত জানাল নির্বাসিত ইয়েমেন সরকার

প্রকাশিত: ০৪:০৭, ২৯ আগস্ট ২০১৬

শান্তি আলোচনা স্বাগত জানাল নির্বাসিত ইয়েমেন সরকার

ইয়েমেনের সৌদি আরব সমর্থিত নির্বাসিত সরকার শনিবার বলেছে, ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় রাষ্ট্রসমূহ এবং জাতিসংঘ পুনরায় শান্তি আলোচনা শুরু করার যে পরিকল্পনা গ্রহণ করেছে তারা সে উদ্যোগকে স্বাগত জানিয়েছে। খবর ইয়াহু নিউজের। ইয়েমেনে ১৮ মাস ধরে চলমান যুদ্ধ বন্ধে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা ভেঙ্গে যায়। ইরানপন্থী হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে পুনরায় সেখানে বোমাবর্ষণ শুরু করেছে। চলতি সপ্তাহে জেদ্দা আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, নির্বাসিত সরকারের পক্ষাবলম্বন করে দীর্ঘদিন ধরে সৌদি আরব হাজার হাজার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এটা শেষ হওয়া প্রয়োজন। নির্বাসিত সরকারের বরাত দিয়ে শনিবার সাবা সংবাদ সংস্থা জানায়, যে কোন ধরনের শান্তিপূর্ণ সমাধানের বিষয়টি ইতিবাচক হিসেবে মোকাবেলা করতে প্রস্তুত আছে সরকার। জেদ্দায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং উপসাগরীয় রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যেসব ধারণা এসেছে সেগুলোকেও প্রাথমিকভাবে স্বাগত জানানো হয়েছে নির্বাসিত সরকারের পাঠানো বিবৃতিতে। যদিও এমন প্রস্তাবের বিষয়ে এখনও কোন সাড়া দেয়নি হুতি বিদ্রোহীরা। জন কেরি বৃহস্পতিবার বলেন, হুতিদের অবশ্যই সৌদি আরবের সীমান্ত এলাকায় বোমাবর্ষণ বন্ধ, রাজধানী সানা থেকে সরে যাওয়া, অস্ত্র ত্যাগ এবং স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে মিলে ঐক্যের সরকারে যেতে হবে। সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারও একই ধরনের দাবি করেছে। তবে যে কোন ধরনের নতুন সরকার গঠনের আগে হুতি বিদ্রোহীদের এসব শর্ত পূরণের ওপর জোর দিয়েছে তারা। অবশ্য কেরি বলেছেন, তারা সমান্তরালভাবে এগিয়ে যেতে পারে।
×