ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফ্রিকার মন জয়ের চেষ্টা এবার জাপানের

প্রকাশিত: ০৪:০৭, ২৯ আগস্ট ২০১৬

আফ্রিকার মন জয়ের চেষ্টা এবার  জাপানের

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শনিবার বলেছেন, আফ্রিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো খাতে তার দেশ আগামী তিন বছরে বা ২০১৮ সালের মধ্যে তিন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। তিনি এর মাধ্যমে ওই অঞ্চলের নেতাদের মন জয়ের চেষ্টা করছেন, যা ইতোমধ্যেই চীন ও যুক্তরাষ্ট্র করেছে। কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত ষষ্ঠ টোকিও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আফ্রিকান ডেভেলপমেন্ট শীর্ষক সম্মেলনে আবে বলেন, জাপান এ বিনিয়োগের পরিকল্পনার মাধ্যমে আফ্রিকা মহাদেশের ১২০ কোটি মানুষকে দেখাতে চাইছে যে, আফ্রিকার ভবিষ্যত নিয়ে দেশটির বিশ্বাস রয়েছে। জাপানের বাইরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের বৈঠকে দক্ষিণ আফ্রিকা, নাইজিরিয়া, আইভরি কোস্ট ও উগান্ডাসহ মহাদেশের ৫৪টি দেশের মধ্যে ৩৪টি দেশ অংশ নেয়। এ প্রতিশ্রুত অর্থের মধ্যে রয়েছে বেসরকারী খাতের বিনিয়োগ এবং ২০১৩ সালের প্রতিশ্রুত তিন হাজার ২০০ কোটি ডলার থেকে বেঁচে যাওয়া এক হাজার ১০০ কোটি ডলার। আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়ে জাপান এ মহাদেশে যুক্তরাষ্ট্র, চীন এবং ব্রিটেন ও ফ্রান্সের মতো ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে। সাব-সাহারান দেশগুলোতে চীনের বিনিয়োগ ২০০৩ সালের পর থেকে ৪০ গুণ বেড়েছে। দক্ষিণ আফ্রিকায় গত বছর একই ধরনের এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আফ্রিকার জন্য ছয় হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। এ অর্থ সুদমুক্ত ঋণ, অগ্রাধিকারভিত্তিক অর্থায়ন এবং উন্নয়ন সহায়তায় তহবিল গঠনে ব্যবহৃত হয়। অপরদিকে যুক্তরাষ্ট্র ২০১৪ সালে ইউএস-আফ্রিকা লিডারস সামিটে এক হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। সম্মেলনে আবে বলেছেন, জাপান এক হাজার কোটি ডলার বিদ্যুত উৎপাদন প্রকল্প ও গ্রামীণ পরিবহন ব্যবস্থা ও বন্দর উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দের পরিকল্পনা করেছে। জাপান আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে কাজ করবে মহাদেশের ভঙ্গুর বিদ্যুত ব্যবস্থা, জীর্ণ অবকাঠামো, স্যানিটেশন ব্যবস্থা ও দীর্ঘমেয়াদী দারিদ্র্য মোচনে বেসরকারী খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে। আবে আরও বলেছেন, জাপান গত ২৩ বছরে আফ্রিকায় চার হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ করেছে এবং দেশটি আফ্রিকা ও এশিয়ার মধ্যে সমুদ্রপথে সংযোগ স্থাপন করতে চায়। Ñব্লুমবার্গ ও এএফপি
×