ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন কর্মকর্তার হুঁশিয়ারি

দক্ষিণ-পূর্ব এশিয়ায় থাবা বিস্তারের পাঁয়তারা করছে আইএস

প্রকাশিত: ০৪:০৭, ২৯ আগস্ট ২০১৬

দক্ষিণ-পূর্ব এশিয়ায় থাবা বিস্তারের  পাঁয়তারা করছে আইএস

ইসলামিক স্টেট গ্রুপের জিহাদীরা স্থানীয় উগ্রপন্থীদের সঙ্গে যোগ দেয়ার মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের থাবা বিস্তারের পাঁয়তারা করছে। যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ সন্ত্রাসবিরোধী কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দফতরে সন্ত্রাসবিরোধী বিষয়ক ভারপ্রাপ্ত সমন্বয়ক জাস্টিন সিবেরেল বলেন, মিসর, লিবিয়া ও নাইজিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গী গ্রুপগুলোর সঙ্গে অংশীদারিত্বের ইতিহাস রয়েছে আইএসের এবং গ্রুপটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের উপস্থিতি সম্প্রসারিত করতে চাইছে। তিনি বলেন, আমি যা উপলব্ধি করছি তা হচ্ছে, তারা এ অঞ্চলে তৎপর গ্রুপগুলোর সঙ্গে যোগ দেয়ার অপেক্ষায় আছে। সিবেরেল এশিয়াভিত্তিক সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, এমন লোকজন আছে যারা এ গ্রুপ পর্যায়ে আইএসের সঙ্গে যোগ দিতে এবং এ গ্রুপের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, আমরা অবশ্য এ ব্যাপারে উদ্বিগ্ন, আমরা অবশ্যই আইএসের নতুন শাখা বৃদ্ধির ব্যাপারে উদ্বিগ্ন এবং এ তৎপরতায় বাধা দেয়ার জন্য সরকারগুলো কী পদক্ষেপ নিতে পারে- সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। তিনি এ কথাও উল্লেখ করেন যে, ইরাক ও সিরিয়ায় আইএসের সঙ্গে লড়াইরত দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গীদের কাতিবাহ নূসানতারা নামের এক ইউনিটে মোতায়েন করা হয়েছে এবং তারা যখন স্বদেশে ফিরে আসবেন তখন এক হুমকি হয়ে দেখা দেবে। আইএসের সম্প্রসারণ ও শাখা গঠনে গ্রুপের সামর্থ্যরে ব্যাপারে আমরা অবশ্যই উদ্বিগ্ন। এ অঞ্চলে তুলনামূলকভাবে কিছু ছোটখাটো হামলা ও ষড়যন্ত্র হয়েছে যেগুলোর জন্য দায়ী করা হয়েছে অঞ্চলের আইএস শাখাগুলোকে। কিন্তু বিশ্লেষকদের আশঙ্কা এ গ্রুপের আরও সক্রিয় হয়ে উঠার আশঙ্কা রয়েছে। -এএফপি
×