ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সামিট পাওয়ার নিয়ে তদন্ত শুরু

প্রকাশিত: ০৪:০৪, ২৯ আগস্ট ২০১৬

সামিট পাওয়ার নিয়ে তদন্ত শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ সামিট পাওয়ার একীভূতকরণ প্রক্রিয়া খতিয়ে দেখতে গঠিত পৃথক তিনটি কমিটিই কাজ শুরু করেছে। গত শুক্র ও শনিবার পৃথক কমিটি গঠনের পর রবিবারই ছিল প্রথম কার্যদিবস। এই প্রথম দিনেই বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পৃথক কমিটি কাজ শুরু করল। অভিযোগ রয়েছে, সামিট পূর্বাঞ্চল পাওয়ারের বিনিয়োগকারীদের প্রাপ্য সামিট পাওয়ারের শেয়ার বুঝিয়ে না দিয়েই কোম্পানিটি তাড়াহুড়ো করে কমিশনের সম্মতি ছাড়া একীভূতকরণ প্রক্রিয়া শেষ করে। যদিও কোম্পানিটি উচ্চ আদালতের অনুমোদন নিয়েছিল। অভিযোগ রয়েছে, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেড আইপিও আবেদনের অনুমোদন না পেয়ে কোম্পানি কর্তৃপক্ষ একীভূতকরণের প্রক্রিয়া যায়। তবে কমিশনকে না জানিয়েই উভয় স্টক এক্সচেঞ্জ গত মঙ্গলবার সামিট পূর্বাঞ্চলের লেনদেন স্থগিত করে। পরে বুধবারে সামিট পাওয়ারের লেনদেন হয়। কিন্তু শুক্রবার বিএসইসির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত বিভাগের এক উর্ধতন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করার পর শনিবার বিকেলেই ডিএসইর পরিচালনা পর্ষদ জরুরী বৈঠক করে। এই বৈঠকে বুধবারের সামিট পাওয়ারের লেনদেন বাতিল করা হয় এবং প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারিকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটিকে মঙ্গলবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাও দিতে বলা হয়েছে। এই কমিটির অপর সদস্যরা হলেন সিটিও জিয়াউল করিম ও ওয়াহিদুজ্জামান। অপরদিকে একই ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট এ কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে। বাকি তিন সদস্য হলেনÑ পরিচালক মনসুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম ও উপ-পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার। এ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য জানান, কমিটি কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারবে। অপরদিকে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান জানান, প্রথম কার্যদিবসেই সামিট পাওয়ার একীভূতকরণ নিয়ে গঠিত কমিটি কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই প্রতিবেদন জমা দেয়া হবে। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিচালনা পর্ষদ কর্তৃক গঠিত চার সদস্যের কমিটির। এই কমিটিও নির্ধারিত তারিখের মধ্যেই প্রতিবেদন দিতে চায়। এদিকে কোম্পানিটির একীভূতকরণ নিয়ে বাজার নিয়ন্ত্রক সংস্থা, উভয় স্টক এক্সচেঞ্জের মধ্যে সমন্বয়হীনতা ফুটে উঠেছে। এমনকি স্পষ্টত কিছুটা দূরত্বও বেড়েছে। শুধু তাই নয়, প্রথম দিকে গত বুধবারে জরুরী বৈঠক করে কমিশনের পক্ষ থেকে উভয় স্টক এক্সচেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের নির্দেশও দেয়া হয়েছিল। যদিও পরবর্তীতে কমিশন কিছুটা শিথিল করে তাদের সিদ্ধান্ত। জানা গেছে, ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারা অনুসারে উচ্চ আদালতে তিন কোম্পানিকে সামিট পাওয়ারের সঙ্গে একীভূতকরণের অনুমোদন চাওয়া হলে শর্তসাপেক্ষে গত ১৪ জুলাই সামিট গ্রুপের তিন কোম্পানির একীভূতকরণের চূড়ান্ত অনুমতি দেন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমদের বেঞ্চ। এর আগে বিধি মোতাবেক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিরও অনুমোদন নেয় কোম্পানি দুটি। সামিট পূর্বাঞ্চলের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৩০৯টি শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা। সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৬৬৮টি এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৪৭৫টি শেয়ার দেয়া হয়।
×