ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের অর্থনীতি বিশ্বের কাছে অনুকরণীয় ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৩, ২৯ আগস্ট ২০১৬

বাংলাদেশের অর্থনীতি বিশ্বের কাছে অনুকরণীয় ॥ বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতি বিশ্বের কাছে অনুসরণীয়-অনুকরণীয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় এবং রফতানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের এই যে অর্থনীতি, এর অবদান আমাদের ব্যবসায়ীদের। তাদের নিরলস পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে। তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা সরকার, ব্যবসাবান্ধন সরকার। এ সরকারের আমলে রফতানি এগিয়ে চলেছে। জাতির জনক বঙ্গবন্ধু লক্ষ্য নির্ধারণ করে রাজনীতি করতেন। বঙ্গবন্ধুকন্যাও একই কাজ করেন। কে কী করল, কে কী বলল, তাতে তিনি কান দেন না। রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, রামপাল বিদ্যুত কেন্দ্র হবে। এক সময় দেশে খাদ্যের অভাব ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×