ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বাজারজাত করা হচ্ছে

প্রকাশিত: ০৪:০২, ২৯ আগস্ট ২০১৬

মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বাজারজাত করা হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বগুড়াসহ উত্তরাঞ্চলে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে বাজারজাত করা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানির এলপি গ্যাস। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বাসাবাড়িসহ সংশ্লিষ্ট ডিপোগুলোতে। ইতোমধ্যে বগুড়ায় ছোট-বড় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। উত্তরাঞ্চলের এলপি গ্যাস পরিবেশক সমিতির নেতাদের অভিযোগ, বিপিসিকে বারবার চিঠি দেয়ার পরও কোন কাজ হচ্ছে না। আর গ্যাস বিক্রয় কর্মকর্তা এ অভিযোগ উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছেন দাবি করে অচিরেই বিপিসি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন। ১০ বছর পরপর ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বাতিল, মেরামত ও পুনঃস্থাপনের নিয়ম থাকলেও গত ৩৫ বছরেও বিপিসির অধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিতে এলপি গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করা হয়নি। এসব কোম্পানির বেশিরভাগ সিলিন্ডারই এখন মরিচা পড়ে ক্ষয় হয়ে নষ্ট হয়ে গেছে। এসব সিলিন্ডার দিয়ে গ্যাস লিকেজসহ প্রায় ব্লাস্ট হয়ে দুর্ঘটনা ঘটছে।
×