ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক গৃহবধু ও তাঁর মেয়েকে মারপিটের অভিযোগে ঠাকুরগাঁওয়ে এসআই ক্লোজ

প্রকাশিত: ০২:৫১, ২৮ আগস্ট ২০১৬

এক গৃহবধু ও তাঁর মেয়েকে মারপিটের অভিযোগে ঠাকুরগাঁওয়ে এসআই ক্লোজ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক গৃহবধু ও তাঁর মেয়েকে মারপিটের অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) আজগর আলীকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। রবিবার বিকেলে উপ-পরিদর্শক (এসআই) আজগর আলীকে থানা থেকে প্রত্যাহার করা হয় বলে জানান পুলিশ সুপার ফারহাত আহমেদ। লাঞ্ছিত গৃহবধু হোসনেয়ারা রানীশংকৈল উপজেলার বিরাশী গ্রামের আবুল কাশেমের স্ত্রী ও পারভিন আক্তার আবুল কাশেমের মেয়ে। গৃহবধুর স্বামী আবুল কাশেম অভিযোগ করে বলেন, গত শুক্রবার বিকেলে রাণীশংকৈল থানার সামনের একটি হোটেলে তিনি ও স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৫) মেয়ে পারভিন আক্তার (২৫) কে নিয়ে হোটেলে খেতে যায়। খাওয়া শেষে বিল পরিশোধের সময় হোটেলের ম্যানেজারের সাথে স্ত্রী হোসনেয়ারার বাক-বিতন্ডা হয়। এসময় রাণীশংকৈল থানায় উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী এসে তাঁর স্ত্রী হোসনেয়ারার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এসআই হোসনেয়ারা ও তাঁর মেয়ে পারভিন আক্তারকে বেধরক মারপিট করে। পরে আবুল কাশেম এব্যাপারে পুলিশ সুপার বরাবর অভিযোগ করা হলে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এব্যাপারে উপ-পরিদর্শক আজগর আলীকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি মারপিটের বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, এসআই আজগর আলীর বিরুদ্ধে গৃহবধু ও তাঁর মেয়েকে মারপিটের অভিযোগ পেয়ে সুষ্ঠু তদন্তের জন্য রাণীশংকৈল থানা থেকে আজগর আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে আনা হয়েছে।
×