ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেসিক ব্যাংক বিপদে আছে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০১:৫৬, ২৮ আগস্ট ২০১৬

বেসিক ব্যাংক বিপদে আছে ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত বলেছেন, সোনালি ব্যাংকের টাকা নিয়ে বহু অনিয়ম হয়েছে। বেসিক ব্যাংক অনেক বিপদে অাছে। তাদের সংস্কার প্রয়োজন। আর এটা হচ্ছে। রবিবার বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক অালোচনা সভা তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এটা আমি বার বার বলছি। এখনো বলছি যারা এসব দুষকর্মের সাথে জড়িত ছিল অাপনাদের সরকার তাদের শাস্তি দিচ্ছে, আর এটা হচ্ছে তাদের প্রভাব প্রতিপত্তি নির্বিশেষে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হোক অার যাই হোক। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আপনারা হলেন হোল কান্ট্রির ইকোনোমিক রেগুলেটরি বডি। আপনাদের মর্যাদা অনেক উপরে। সংসদ আপনাদের উপর আইন ও ক্ষমতা দিয়ে তার মনিটরিং করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে কেউ দাবাইয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়ন করাই হবে আমাদের ধ্যান ও জ্ঞান। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর আবু হেনা মো. রাজী হাসান, এসকে সুর চৌধুরী প্রমুখ।
×