ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একদিনের ছুটি নিয়ে এক বছর অনুপস্থিত দুই ডাক্তার

প্রকাশিত: ০১:৩৩, ২৮ আগস্ট ২০১৬

একদিনের ছুটি নিয়ে এক বছর অনুপস্থিত দুই ডাক্তার

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কাজী সামছুদোহা ও আবুল কাশেম মহিউদ্দিন নামের দুই ডাক্তার একদিনের ছুটি নিয়ে এক বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সামছুদোহা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ও মহিউদ্দিন অর্থোপেডিক চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তাদের পদ দুইটি এখনো শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হয়নি। এতে এলাকার জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে দু’জন কোনো বেতন-ভাতাও তোলেননি। ডাক্তার আবুল কাশেম মহিউদ্দিন ২০১৫ সালে এপ্রিল মাসে অর্থোপেডিক চিকিৎসক হিসেবে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। যোগদানের পর একদিনের ছুটি নিয়ে এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অপরদিকে ২০১৪ সালে নভেম্বর মাসে আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে ডাক্তার কাজী সামছুদোহা যোগদান করেন। পরে পারিবারিক কারণ দেখিয়ে একদিনের ছুটি নিয়ে তিনিও এখন পর্যন্ত কর্মস্থলে ফেরেননি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এ দুই ডাক্তারের স্থায়ী ঠিকানায় একাধিকবার চিঠি পাঠিনো হয়েছে। কিন্তু সব চিঠিই প্রেরককে না পেয়ে ফেরত আসে। যোগাযোগ করা হলে ডাক্তার আবুল কাশেম মহিউদ্দিন মোবাইল ফোনে জানান, পারিবারিক সমস্যার কারণেই মা-বাবা ও স্ত্রীসহ তিনি ঢাকায় অবস্থান করছেন। ঢাকায় বদলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু বদলি না হওয়ায় এখন তিনি চাকরিটি ছেড়ে দিতে হবে বলে জানান ওই কর্মকর্তা। অন্য ডাক্তার কাজী সামছুদোহাকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
×