ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীর তিন ইউনিয়নে ৪ কোটি টাকার ফসলের ক্ষতি

প্রকাশিত: ০১:২৯, ২৮ আগস্ট ২০১৬

ঈশ্বরদীর তিন ইউনিয়নে ৪ কোটি টাকার ফসলের ক্ষতি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ পাকশী পদ্মানদীর পানি বৃদ্ধির ফলে ঈশ্বরদীর তিনটি ইউনিয়নের ২৬ মৌজা এলাকায় পানি ঢুকে প্রায় ৪ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে লক্ষিকুণ্ডা ইউনিয়নের ৩২ মৌজার মধ্যে ২০ মৌজা এলাকা পানিতে তলিয়ে শতকরা ৮০ ভাগ ফসলের ক্ষতি হয়েছে। এতে এ এলাকার শাকসবজি,মাস কালাই ও আখসহ বিভিন্ন প্রকার ফসল তলিয়ে অন্তত ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। সাঁড়া ইউনিয়নের ৪ মৌজার শতকরা ৪০ ভাগ ফসল তলিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একইভাবে ঈশ্বরদীর সিটি করপোরেশন বলে পরিচিত পাকশী ইউনিয়নের ২ মৌজার নিচু এলাকায় পানি ঢুকে শতকরা ৩০ ভাগ ফসলের অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কৃষি অপিসের পক্ষ থেকে প্রায় ৪ কোটি টাকার পরি মানের ক্ষতির কথা স্বীকার করা হলেও প্রকৃত পক্ষে এ এলাকায় আরো বেশী ক্ষতি হয়েছে বলে কৃষকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এসব এরাকায় পানি ঢুকলেও পশুকুলের এখনও কোন ক্ষতি হয়নি। তবে এলাকা থেকে শীঘ্রই পানি বের করা সম্ভব না হলে পশু কুলেও নানা রোগবালাই ছড়িয়ে মারাতœক ক্ষতির আশংকা রয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
×