ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশ

প্রকাশিত: ২২:০৭, ২৮ আগস্ট ২০১৬

বাঁশখালীতে জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজের উদ্যোগে জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে কলেজ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন। এ সময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ ইদ্রিস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ আহমেদ, কলেজের অধ্যাপক-অধ্যাপিকাসহ শিক্ষার্থীবৃন্দ। জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ শেষে কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বইও বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সামাজিক ও ধর্মীয় শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা। অপরাধীদের প্ররোচনায় কান না দিয়ে নিজের বিবেককে জাগ্রত করতে হবে প্রতিটি শিক্ষার্থীকে। জঙ্গিদের মূল টার্গেট শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের। তাই জঙ্গিবাদকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে সমাজ গঠনে প্রতিটি শিক্ষার্থীকে এগিয়ে যেতে হবে। তাছাড়া জঙ্গিবাদের পাশাপাশি শিক্ষার্থীদের মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। মাদককে এক বাক্যে না বলুন।
×