ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীর কাসেমের রিভিউ শুনছে আপিল বিভাগ

প্রকাশিত: ১৯:৩১, ২৮ আগস্ট ২০১৬

মীর কাসেমের রিভিউ শুনছে আপিল বিভাগ

অনলাইন রিপোর্টার ॥ তিন দিন বিরতির পর যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে রবিবার সকাল সাড়ে ৯টার পর রিভিউ শুনানি শুরু হয়। আগের দিনের ধারাবাহিকতায় মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এদিন তার বক্তব‌্যের বাকি অংশ উপস্থাপন করেন। তার বক্তব‌্যের পর রাষ্ট্রপক্ষে ব্ক্তব‌্য উপস্থাপন শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি চলার মধ‌্যেই বেলা ১১টায় আপিল বিভাগ বিরতিতে যায়। বিরতি শেষে আবার এ বিষয়ে শুনানি শুরু হবে।
×