ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে গরুবাহী ট্রলার ডুবি

প্রকাশিত: ১৮:৫৬, ২৮ আগস্ট ২০১৬

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে গরুবাহী ট্রলার ডুবি

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী ॥ আজ রোববার সকালে দৌলতদিয়া ১ নম্বর ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে গরু বোঝাই একটি ট্রলার ডুবি হয়েছে।দৌলতদিয়া ক্যানাল ঘাট থেকে ছেড়ে যাওয়া আরিচা অভিমুখি মিতালী ট্রান্সপোর্ট এর ট্রলারটি সকাল প্রায় ৮টার দিকে প্রচন্ড স্রোতের ঘূর্ণিতে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নৌকার মালিক এবং মাঝি জহিরউদ্দিন জানান, ৪ জন গরুর ব্যাপারীসহ ট্রলারটিতে ২২টি গরু ছিল। ট্রলারটি ডুবে যাওয়ার পরপরই মাঝি এবং ব্যাপারীরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে রাজবাড়ী থেকে ফায়ার ব্রিগেডের একটি দলও ঘটনাস্থলে পৌছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২২টি গরুর মধ্যে ৮টি ভাসমান গরু জীবীত উদ্ধার করা হয়েছে।তবে নৌকা এবং অবশিষ্ট গরু গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে গরুগুলো প্রচন্ড স্রোতে ভাটির দিকে ভেসে গেছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ট্রলারডুবির ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে স্থানীয়ভাবে ডুবে যাওয়া নৌকা এবং নিখোঁজ গরুগুলি উদ্ধারের চেষ্টা চলছে।
×