ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজ্ঞাপনী প্রচারে প্রভাবিত প্রধানমন্ত্রী॥ তেল-গ্যাস কমিটি

প্রকাশিত: ০৮:৫৩, ২৮ আগস্ট ২০১৬

বিজ্ঞাপনী প্রচারে প্রভাবিত প্রধানমন্ত্রী॥ তেল-গ্যাস কমিটি

বিডিনিউজ ॥ রামপাল বিদ্যুত প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ‘অনেক ভুল তথ্য ও অতিরঞ্জন’ রয়েছে দাবি করে আনু মুহাম্মদ বলেছেন, বিষয়টি নিয়ে বিজ্ঞাপনী সংস্থার প্রচারে প্রধানমন্ত্রীর ‘প্রভাবিত হওয়ার’ প্রমাণ পেয়েছেন তারা। সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক এই তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণ বাতিলের দাবিতে আন্দোলনরত তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। বিষয়টি নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধেও আন্দোলন নিয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ করেছেন তিনি। আনু মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রামপাল বিষয়ে সংবাদ সম্মেলন করবেন জানার পর থেকে মানুষের মনে একটু আশার সঞ্চার হয়েছিল যে, হয়তো প্রধানমন্ত্রী স্বাধীন বিশেষজ্ঞদের বক্তব্য এবং দেশজোড়া জনমত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে, তিনি যে বক্তব্য দিয়েছেন তা কোম্পানির বিজ্ঞাপনী প্রচার দ্বারা প্রভাবিত। সে কারণে তার বক্তব্যে অনেক ভুল তথ্য, অতিরঞ্জন আছে। এ বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরতে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন আহ্বান করেছেন জাতীয় কমিটির এই নেতা।
×