ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের হার

প্রকাশিত: ০৮:৪০, ২৮ আগস্ট ২০১৬

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের হার

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেটি আরও এবার দেখল বিশ্ব ক্রীড়াঙ্গন। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো রুদ্ধশ্বাস নাটকীয় প্রথম টি২০তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ১ রানে হারল মহেন্দ্র সিং ধোনির দল। মার্কিন মুল্লুকের ফ্লোরিডায় হাই-স্কোরিং ম্যাচে নির্ধরিত ২০ ওভারে ৬ উইকেটে ২৪৫ রানের পাহাড় গড়ে ক্যারিবিয়রা। জবাবে ৪ উইকেটে ২৪৪- এ থামে ভারত! শেষ বলে চাই ২ রানÑ ক্রিজে ‘ক্যাপ্টেন কুল’, আধুনিক সময়ের সেরা ফিনিশার। ম্যাচ তো ভারতই জিততে যাচ্ছে! কিন্তু ডোয়াইন ব্রাভোর বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ তুলে দেন ধোনি, হেরে যায় ভারত! আহা ম্যাচ! এক শেষ ওভারেই যে কত নাটক! ৬ বলে মাত্র ৮ রান প্রয়োজন ভারতের। যে ম্যাচে দুই দলই ওভারপ্রতি ১২ রান করে রান তুলেছে, সেখানে ৮ রান তো মামুলি! কিন্তু প্রথম বলেই ক্যাচ তুলে দিলেন ধোনি, সহজের চেয়েও সহজ ক্যাচটি ছেড়ে দিলেন মারলন স্যামুয়েলস! এক রান, পরের ৩ বলেও এল মাত্র এক রান করে। পঞ্চম বলে দুই রান। শেষ বলে তো আউটই হয়ে গেলেন ধোনি (২৫ বলে ৪৩), সেই স্যামুয়েলসের হাতেই ক্যাচ দিয়ে। অথচ ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে ৪৬ বলে সেঞ্চুরি করা লোকেশ রাহুল (১১০*)। একটু আগেই টি২০র দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন যিনি। ওপেনার রোহিত শর্মাও ২৮ বলে ৬২ রান করে গড়ে দিয়েছিলেন ম্যাচ জয়ের ভিত। কিন্তু সবই উল্টে গেল ডোয়াইন ব্রাভোর ওই শেষ ওভারটাতে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও ঝড় তুলেছিলেন। মাত্র ৪৮ বলে সেঞ্চুরি (১০০) করেন ম্যাচের ‘নায়ক’ এভিন লুইস। স্টুয়ার্ট বিনির এক ওভারে টানা ৫ ছক্কায় ৩১ রান তুলেছেন তিনি। শেষ বলের আগে গ্যালারির দর্শকদের মধ্যে ছিল উত্তেজনা, আরেকটি ছক্কা মারতে পারবেন লুইস? ধারাভাষ্যকারদের মুখে ২০০৭ টি২০ বিশ্বকাপে ভারতেরই যুবরাজ সিংয়ের ছয় বলে ছয় ছক্কার স্মৃতি উঠে আসছিল বারবার। কিন্তু উন্ডিজ ওপেনার ‘যুবরাজ’ হতে পারেননি। শেষ বলে এল মাত্র ১ রান। লুইসের ওপেনিং-সঙ্গী জনসন চার্লস ৩৩ বলে করেছেন ৭৯ রান। টস জিতে প্রথম ১০ ওভারেই ১৩২ রান তোলে ক্যারিবীয়রা, টি২০ ইতিহাসে সর্বোচ্চ। শেষ দিকে রানের বানে বাঁধ না পড়লে হয়তো টি২০তে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙ্গে যেত। পরে ভারত উল্টো টি২০ সর্বোচ্চ রান তাড়া করে বিশ্ব রেকর্ড গড়ার ইঙ্গিতওতো তো দিচ্ছিল, কিন্তু ব্রাভো সেটি হতে দিলেন কই! ১ রানের নাটকীয় জয়ে দুই ম্যাচের টি২০সিরিজে ১-০তে এগিয়ে গেল টি২০র বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ আজই।
×