ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেট্রোল পাম্পে ৯ ঘণ্টার ধর্মঘট আজ

প্রকাশিত: ০৮:৩৫, ২৮ আগস্ট ২০১৬

পেট্রোল পাম্পে ৯ ঘণ্টার ধর্মঘট আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ কমিশন ও ট্যাঙ্কলরির ভাড়া বাড়ানোসহ ১২ দফা দাবিতে আজ রবিবার নয় ঘণ্টার কর্মবিরতি পালন করবে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সারাদেশে ডিপো থেকে তেল উত্তোলন, ট্যাঙ্কলরির মাধ্যমে পরিবহন এবং পেট্রোল পাম্পে বিপণন বন্ধ থাকবে। গত ২০ আগস্ট এ কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। এ বিষয়ে ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, কমিশন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বার বার কথা দিয়েও সরকার তাদের দাবি মানছে না। সম্প্রতি এ বিষয়ে জ্বালানি বিভাগে তিন দফা চিঠি দিয়েও উত্তর পাওয়া যায়নি। এরপর সংবাদ সম্মেলন করে সরকারকে এক সপ্তাহ সময় দেয়া হয়; কিন্তু দাবি মানা বা এ বিষয়ে আলোচনার জন্য সরকারের পক্ষ কোন প্রস্তাব না আসায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন। এর পরও দাবি না মানলে টানা ধর্মঘটের ঘোষণা দেয়া হবে।
×