ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আপনার পরিবারের পদকও প্রত্যাহার দরকার ॥ প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

প্রকাশিত: ০৮:২৮, ২৮ আগস্ট ২০১৬

আপনার পরিবারের পদকও প্রত্যাহার দরকার ॥ প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

বিডিনিউজ ॥ বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের যারা এই পদক পেয়েছেন তাদেরটাও প্রত্যাহার করা দরকার বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, যদি জিয়াউর রহমানের পদক প্রত্যাহার করেন, আপনাদের পরিবারের যতজন পেয়েছেন, তাদের পদক প্রত্যাহার করা দরকার। খালেদা জিয়া নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের সময় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সামরিক বাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় আসা প্রয়াত জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। বঙ্গবন্ধু ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ক্রীড়ায় শেখ কামালকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়া হয়। আওয়ামী লীগ নেত্রীর ফুফা আব্দুর রব সেরনিয়াবাত ও ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনিও মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন। এই পদক প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর পাশে থাকা ‘পরামর্শকদের’ দায়ী করে বিএনপি ঘরানার পেশাজীবী নেতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, তার পদকটিও ফেরতের নির্দেশ দেয়া উচিত বলে মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সুন্দরবন রক্ষা কর, পরিবেশ বাঁচাও এবং গ্যাসের দাম বাড়ানোর যাবে না’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। সভা থেকে অবিলম্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক কারাবন্দী মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিও জানান জাফরুল্লাহ চৌধুরী।
×