ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গীদের জীবিত ধরা হলো না কেন-ফের প্রশ্ন খালেদা জিয়ার

প্রকাশিত: ০৮:২৫, ২৮ আগস্ট ২০১৬

জঙ্গীদের জীবিত ধরা হলো না কেন-ফের প্রশ্ন খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী ধরা নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আবারও প্রশ্ন তুলে বলেছেন, নারায়ণগঞ্জে জঙ্গী আস্তানায় অভিযানে নিহত জঙ্গীদের জীবিত ধরা হলো না কেন। জঙ্গীবাদের শিকড় উপড়ে ফেলতে ও তথ্য উদ্ঘাটনের জন্য তাদের জীবিত ধরা প্রয়োজন ছিল, কেন তাদের হত্যা করা হলো? শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া এ প্রশ্ন করেন। তিনি বলেন, আমাদের সময় শায়খ আবদুর রহমানকে ধরতে অনেক সময় ও কষ্ট হয়েছিল। এরপরও আমরা তাকে ধরেছিলাম এবং বিচারের মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করা হয়েছিল। কিন্তু এ সরকার কাউকে ধরছে না, তারা হত্যা করছে। এ সময় সুন্দরবনের কাছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র প্রকল্প নিয়েও সমালোচনা করে বিএনপি প্রধান বলেন, আমরা বিদ্যুত কেন্দ্র নির্মাণের বিরোধী নই। কিন্তু সেটা সুন্দরবনের কাছে হোক সেটা চাই না। বর্তমান সরকার ক্ষমতার জোরে এটা নির্মাণ করছে। এতে পরিবেশের যে ক্ষতি হবে তা হবে রাষ্ট্রদ্রোহিতার শামিল। জনগণ এটা মানবে না। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি সংবাদ সম্মেলনে রামপাল নিয়ে যেসব তথ্য উপস্থাপন করেছি তার একটিও ভুল নয়। ভুল থাকলে প্রধানমন্ত্রী প্রমাণ দিতে পারেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
×