ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৩১, ২৮ আগস্ট ২০১৬

ক্যাম্পাস সংবাদ

মাইলস্টোন কলেজে আলোকচিত্র প্রদর্শনী মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক আন্তঃকলেজ আলোকচিত্র প্রদর্শনী। মাইলস্টোন কলেজ ফটোগ্রাফি ক্লাব-এমসিপিসি আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী চলে ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত। কলেজের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত এই আলোকচিত্র প্রদর্শনীতে দেশ বিদেশের ১৯১টি কলেজের ৫৭৩ জন ফটোগ্রাফার ২৬৫১টি ছবি দিয়ে অংশগহণ করে। যা থেকে নির্বাচিত ৫৮টি ছবি প্রদর্শিত হয়। অনুষ্ঠানের সমাপনী দিন পুরস্কার বিতরণ পর্বে এমসিপিসির উপদেষ্টা ও মাইলস্টোন কলেজের প্রশাসনিক পরিচালক মোঃ মাসুদ আলমকে এমসিপিসির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম, উত্তরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শম্পা ইয়াসমিন, সহকারি শিক্ষা অফিসার আরিফ খান, এমসিপিসির প্রধান সমন্বয়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশে কলেজ পর্যায়ে প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর সহযোগিতায় ছিলেন প্রাণ ম্যাংগো। রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজের সাফল্য ঢাকা মহানগরীর নিকুঞ্জ-০২ তে অবস্থিত রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজ প্রতি বছরের মতো এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। ফলাফল প্রকাশিত হবার পরপরই কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ১৩৭ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং পাসের হার ১০০%। বিজ্ঞান বিভাগে ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এর হার ৫৯%। তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীরা আনন্দর‌্যালি বের করে। কলেজ গভর্নিং বডির সভাপতি এস. এফ. এ. এম শাহ্জাহান মুঠোফোনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সকল শিক্ষক-শিক্ষিকাম-লীকে ধন্যবাদ জানান এবং কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। কলেজের প্রতিষ্ঠাতা আজিজুর রহমান সুমন বলেন, কঠোর নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং সাধনার জন্যই এই অভাবনীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এই গৌরবজ্জ্বল্য সাফল্যের জন্য শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, কেবলমাত্র ব্যতিক্রমধর্মী শিক্ষা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই ঈর্ষণীয় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন। ক্যাম্পাস প্রতিবেদক
×