ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্য যখন ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৬:৩০, ২৮ আগস্ট ২০১৬

লক্ষ্য যখন ঢাকা বিশ্ববিদ্যালয়

ক ইউনিট-বিজ্ঞান অনুষদ : ক ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখায় আলিম ও ওএঈঝঊ/ঙ ষবাবষ এবং ওঅখ /এঈঊ অ খবাবষ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০; (এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ পয়েন্ট) থাকতে হবে। খ ইউনিট-মানবিক অনুষদ : খ ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মানবিক শাখায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম ও ওএঈঝঊ/ঙ ষবাবষ এবং ওঅখ /এঈঊ অ খবাবষ বা সমতুল্য পরীক্ষায় যাদের কমপক্ষে ২টি মানবিক শাখার বিষয় আছে, তারা আবেদন করতে পারবে। উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.০ থাকতে হবে। গ ইউনিট-ব্যবসায় শিক্ষা অনুষদ : গ ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট ও ওএঈঝঊ/ঙ ষবাবষ এবং ওঅখ /এঈঊ অ অ খবাবষ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫ থাকতে হবে। আগত প্রার্থীদের অবশ্যই এ্যাকাউন্টিং বিষয়টি থাকতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম বি- গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০) হতে হবে। ঘ ইউনিট-বদলি ইউনিট : (ক) মানবিক শাখায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.০ থাকতে হবে। (খ) বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০ থাকতে হবে। (গ) ব্যবসায় শিক্ষা, ডিপোমা ইন বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫ থাকতে হবে। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোন বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট-৩) এর নিচে নয়। চ ইউনিট-চারুকলা অনুষদ : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের ৪র্থ বিষয়সহ জিপিএদ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ থাকতে হবে। আসন সংখ্যা : ক ইউনিট - ১৬৮০, খ ইউনিট- ২২৪১, গ-ইউনিট- ১১৭০, ঘ ইউনিট- ১৪৪০, চ ইউনিট- ১৩৫। সর্বমোট আসন সংখ্যা ৬৮০০। আবেদন ফি : ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা পদ্ধতি : ভর্তি-পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে এবং প্রতি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে। জেনে রাখুন আবেদন শুরু : ২২ আগস্ট ২০১৬ (সকাল ১০:০০ টা ) আবেদন শেষ : ৭ সেপ্টেম্বর ২০১৬ (রাত ১২.০০ টা ) টাকা জমা দেয়ার শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০১৬ প্রবেশপত্র ডাউনলোড : খ ইউনিট ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ও ‘ক’, ‘গ’, ‘ঘ’ ইউনিট ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ খ-ইউনিট পরীক্ষা : ২৩ সেপ্টেম্বর, ২০১৬। চ-ইউনিট পরীক্ষা : (সাধারণ জ্ঞান-লিখিত) ২৪ সেপ্টেম্বর, ২০১৬। গ-ইউনিট পরীক্ষা : ৩০ সেপ্টেম্বর, ২০১৬। চ-ইউনিট পরীক্ষা (অঙ্কন) : ১ অক্টোবর, ২০১৬। ক-ইউনিট পরীক্ষা : ২১ অক্টোবর, ২০১৬। ঘ -ইউনিট পরীক্ষা : ২৮ অক্টোবর, ২০১৬। হাসান আহমেদ টুটুল
×