ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনা প্রযুক্তি ভার্সিটি ছুটি ঘোষণা

প্রকাশিত: ০৬:১২, ২৮ আগস্ট ২০১৬

পাবনা প্রযুক্তি ভার্সিটি ছুটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৭ আগস্ট ॥ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুত ও ক্যান্টিনের খাবারে অব্যবস্থাপনা বন্ধ দাবিতে বিক্ষোভ, ভাংচুর ও যানবাহনে অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় শনিবার দুপুরে ছুটি ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়। শনিবার বিকেল পাঁচটার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ ও ক্যান্টিনের অব্যবস্থাপনা বন্ধের দাবিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ করে। বিক্ষুব্ধ ছাত্ররা একপর্যায়ে প্রশাসনিক ভবন, মেডিক্যাল অফিস, পোস্ট অফিসসহ বিভিন্ন ভবন ভাংচুর করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন কেনা এ্যাম্বুলেন্স ও একটি মিনিবাস পুড়িয়ে দেয়াসহ বিশ্ববিদ্যালয়ের চারটি গাড়ি ভাংচুর করে। রাত ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার প্রেক্ষিতে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইলেক্ট্রিক্যাল এ্যান্ড টেলিকম কমিউনিকেশনের চেয়ারম্যান সাইফুল ইসলামকে আহ্বায়ক ও প্রক্টর আওয়াল কবির জয়কে সদস্যসচিব করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল নকীব চৌধুরীর সভাপতিত্বে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের জরুরী সভা ডাকা হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা ডাকা হয়েছে। এ সভার সিদ্ধান্তের পর মামলা দায়ের করা হবে বলে জানান প্রক্টর আওয়াল কবির জয়।
×