ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পী মুর্তজা বশীর পেলেন হামিদুর রাহমান পুরস্কার

প্রকাশিত: ০৬:১১, ২৮ আগস্ট ২০১৬

শিল্পী মুর্তজা বশীর পেলেন হামিদুর রাহমান পুরস্কার

স্টাফ রিপোর্টার ॥ এক কীর্তিমানের নামাঙ্কিত পুরস্কারটি গ্রহণ করলেন আরেক কীর্তিমান। যাঁর নামে প্রবর্তিত হয়েছে পুরস্কার এবং যিনি গ্রহণ করলেন সেই পুরস্কার সম্পর্কে তাঁরা একে অপরের বন্ধু। পঞ্চাশ ও ষাটের দশকের কীর্তিমান শিল্পী এবং কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপত্য-নকশার প্রধান রূপকার হামিদুর রাহমানের স্মৃতি রক্ষার্থে পরিবারের পক্ষ থেকে প্রবর্তিত হয়েছে ‘হামিদুর রাহমান পুরস্কার’। ২০১৫ সালের এই পুরস্কার পেলেন বরেণ্য শিল্পী মুর্তজা বশীর। পুরস্কার প্রদানের সার্বিক ব্যবস্থা ও পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে মুর্তজা বশীর বলেন, হামিদুর রাহমান আমার বন্ধু। কিন্তু শিল্পী হিসেবে আমি তাঁর কাছে ঋণী। ছবির বেসিক কনস্ট্রাকশন হামিদ আমাকে শিখিয়েছে। যা দেখা যায় না সেই ইনার আউট লাইন। এটা হাতে ধরে তিনি আমাকে শিখিয়েছেন। শনিবার বিকেলে ছায়ানট মিলনয়াতনে এ পুরস্কার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বরেণ্য শিল্পী রফিকুন নবী, শিল্পী মাহমুদুল হক এবং হামিদুর রাহমানের ভাই সাঈদ আহমদের স্ত্রী পারভীন আহমদ। বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানে ২০০৫ সালে বেঙ্গল ফাউন্ডেশন প্রযোজিত এবং সৈয়দ তানভীর আহমেদ ও পল জেমস গোমেজ নির্মিত ‘মুর্তজা বশীর : শিল্প অন্বেষার ৫৫ বছর’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শিল্পী মুর্তজা বশীর সূচনালগ্নে বেছে নিয়েছিলেন বোহেমিয়ান শিল্পীর জীবন। সেই সময়ে মনের নানা গতিবিধির ছাপ পড়েছে তাঁর ক্যানভাসে। বিয়ের পরে আবদ্ধ হন ছকে বাঁধা জীবনে। সেই ফ্রেমবন্দী জীবনও ফুটেছে ক্যানভাসে। শিল্পীর সকল ভাবনার প্রতিফলন ঘটেছে ক্যানভাসে। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে মুর্তজা বশীরের অবদানকে সম্মান জানিয়ে তাঁকে প্রদান করা হয় এ পুরস্কার। পঞ্চাশ ও ষাটের দশকের কীর্তিমান শিল্পী, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপত্য-নকশার প্রধান রূপকার ও আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হামিদুর রাহমানের স্মৃতি রক্ষার্থে তাঁর পরিবারের পক্ষ থেকে ‘হামিদুর রাহমান পুরস্কার’ ২০০৭ সাল থেকে প্রবর্তন করা হয়েছে। এ পুরস্কার প্রদানের সার্বিক ব্যবস্থা ও পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। ২০১৫ সালের ‘হামিদুর রাহমান পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছেন বরেণ্য শিল্পী মুর্তজা বশীর। রফিকুন নবী বলেন, মুর্তজা বশীর ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভাষা আন্দোলনে মুর্তজা বশীরসহ সেই সময়ের অনেক তরুণ শিল্পীর সংশ্লিষ্টতা ছিল। তাদের সেই সম্পৃক্ততা পরবর্তীকালে চারুকলার ছাত্রদের কাছে দৃষ্টান্ত হয়ে দেখা দিয়েছে। দেশের যে কোন আন্দোলনে শিল্পীরা তাই সবসময় নিজেদের যুক্ত করেছে। মাহমুদুল হক বলেন, মুর্তজা বশীর শুধু চিত্রশিল্পী নন একইসঙ্গে সাহিত্যিক ও কবি। সিনেমা জগতেও ছিল তাঁর বিচরণ। এছাড়া তিনি একজন ডাকটিকেট ও মুদ্রা সংগ্রাহকও। এ নিয়েও তাঁর গবেষণা রয়েছে। এটা আমাদের সৌভাগ্য যে তিনি এ সম্মাননা গ্রহণ করলেন। মুর্তজা বশীর বাংলাদেশের আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম পথিকৃৎ। বিগত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে অদ্যাবধি তাঁর নানামাত্রিক সৃজনে যে বৈচিত্র্য তা তাঁকে স্বাতন্ত্র্যে উজ্জ্বল করেছে। শক্তিশালী ড্রইং, রঙের সুমিত ব্যবহার এবং সমাজচেতনায় উদ্দীপিত দৃষ্টিভঙ্গি তাঁর সৃজন বৈভবে প্রাণময় হয়ে ওঠে। শিল্পী মুর্তজা বশীর দীর্ঘদিনের চিত্র সাধনা ও চর্চার মধ্য দিয়ে এ দেশের চিত্রকলা প্রয়াসকে মনীষা ও শিল্পগুণে সমৃদ্ধ করেছেন। এছাড়া তাঁর কবিতা চর্চা ও কথাসাহিত্যের ভুবনে বিচরণ, মুদ্রা সংগ্রহ ও পোড়ামাটির কাজ নিয়ে যে গবেষণা তা নিশ্চিতই আমাদের ঐতিহ্যিক সাংস্কৃতিক প্রবাহে নবমাত্রা দান করেছে। শিল্পী মুর্তজা বশীর ঢাকায় জন্মগ্রহণ করেন ১৯৩২ সালে। ১৯৫৪ সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস থেকে প্রথম বিভাগে পাস করেন। ১৯৫৬-৫৮ সাল পর্যন্ত আকাদেমিয়া দ্য বেলি আর্টি, ফ্লোরেন্সে অধ্যয়ন করেন। একক প্রদর্শনী করেছেন ১৮টি। ১৯৮০ সালে একুশে পদক লাভ করেন। ১৯৯৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২৫ বছরের শিক্ষকতা শেষে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। ‘স্মৃতি-বিস্মৃতির আমি’ বইয়ের প্রকাশনা ॥ জাকিউদ্দিন আহমেদ রচিত ‘স্মৃতি-বিস্মৃতি আমি’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে। একাডেমিক প্রেস এ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি (এপিপিএল) প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশান ক্লাবের লামডা হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রতীক থিয়েটারের নাট্যোৎসব ॥ শনিবার থেকে শুরু হলো প্রতীক থিয়েটার আয়োজিত দুই দিনব্যাপী নাট্যোৎসব। এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমন্টাল থিয়েটার হলে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
×