ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লঞ্চের ১ সেপ্টেম্বর থেকে

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু কাল

প্রকাশিত: ০৬:১০, ২৮ আগস্ট ২০১৬

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ ঈদে ঘরমুখো মানুষের জন্য আগামীকাল সোমবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। ঢাকা ও চট্টগ্রামে একযোগে চলবে টিকেট বিক্রি কার্যক্রম। এদিকে দক্ষিণাঞ্চলের নৌ পথে ঘরে ফেরা যাত্রীদের জন্য অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে এক সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে। সোমবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ॥ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২৯ আগস্ট থেকে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রথম দিন বিক্রি হবে ৭ সেপ্টেম্বর যাত্রার টিকেট। ফিরতি যাত্রার টিকেট বিক্রি হবে ৫ সেপ্টেম্বর থেকে। ঈদের আগের তিন দিন, অর্থাৎ ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ঈদের পর সাত দিন পাঁচ জোড়া করে বিশেষ ট্রেন চলাচল করবে। আর ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে অংশ নেয়ার সুবিধার্থে আরও দুই জোড়া বিশেষ ট্রেন চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর ঈদ ধরে টিকেট বিক্রির সূচী তৈরি করা হয়েছে। রেল মন্ত্রণালয়ের টিকেটের সময়সূচী অনুযায়ী ২৯ আগস্ট বিক্রি করা হবে ৭ সেপ্টেম্বর যাত্রার টিকেট। একইভাবে ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের ও ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকেট বিক্রি করা হবে। এবার ঈদে ঢাকা থেকে সারা দেশে ২ লাখ ৬০ হাজার যাত্রীর যাতায়াতের ব্যবস্থা নেয়া হয়েছে। আগের বার ২ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহন করেছিল রেলওয়ে। এক সেপ্টেম্বর থেকে লঞ্চের অগ্রিম টিকেট ॥ শনিবার সকালে বিআইডব্লিউটিএ সদরঘাটের নৌ-নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন এক সেপ্টেম্বর থেকে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি শুরুর কথা জানান।
×