ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যানজট নিয়ন্ত্রণে ড্রোন

প্রকাশিত: ০৬:০৭, ২৮ আগস্ট ২০১৬

যানজট নিয়ন্ত্রণে ড্রোন

ড্রোনের কথা উঠলেই গোয়েন্দাগিরি ও হামলার চিত্র মনে ভেসে ওঠে। কিন্তু ড্রোনের মাধ্যমে মানুষ নানা উপকারও পেতে পারে। সম্প্রতি সে লক্ষ্যে মাঠে নেমেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। সেখানকার পুলিশ নতুন একাডেমিক বর্ষ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে যানজট নিয়ন্ত্রণে নয়া ট্রাফিক পরিকল্পনা হাতে নিয়েছে। পিক আওয়ারে যানজট নিয়ন্ত্রণে ৬০ ট্রাফিক টহল নিয়োজিত থাকবে। বিশেষ করে স্কুলমুখী মোড়গুলোতে এই টহল জোরদার করা হবে। পাশাপাশি একটি ড্রোনও মোতায়েন করা হবে, যা সড়কে যানবাহন চলাচলের দৃশ্য পর্যবেক্ষণ করবে এবং এর ছবি সরবরাহ করবে। পুলিশ এই ছবি দেখে কমিউনিটি সদস্যদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করবে এবং যানজটের এলাকা এড়াতে তাদের বিকল্প সড়ক বেছে নেয়ার নির্দেশনা দেবে। স্মার্টফোনের মাধ্যমে যানচলাচলের অবস্থা পর্যবেক্ষণ করতে পুলিশ চালকদের প্রতি আহ্বান জানিয়েছে এবং তাদেরকে দেয়া সঠিক সড়ক বেছে নেয়ার নির্দেশনাও মানতে বলা হয়েছে। - গালফ নিউজ
×