ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের আট নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৬, ২৮ আগস্ট ২০১৬

গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের আট নেতাকর্মী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ সিলেট ও ঠাকুরগাঁও থেকে জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বগুড়ায় গ্রেফতার জামায়াত-শিবিরের ক্যাডারদের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। সিলেটের জকিগঞ্জের আমলশীদ এলাকায় গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে আটক করে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে জকিগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো বারঠাকুরী গ্রামের আব্দুল লতিফের ছেলে সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, আমলশীদ গ্রামের আব্দুল মুমিতের ছেলে হাফিজ আবিদুর রহমান, আব্দুল জলিলের ছেলে সালাউদ্দিন, খুরশিদ আলমের ছেলে নজরুল ইসলাম, মুজিবুর রহমানের ছেলে মাহমুদুল আম্বিয়া হোসেইন ও সোনাসার গ্রামের মৃত আতাব আহমদের ছেলে রেজাউল করিম সাজু। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের জামায়াতে ইসলামীর সহ-সভাপতি নুরে হাফিজকে হারাগাছপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার দিকে নুরে হাফিজ নাশকতামূলক কর্মকা- ঘটানোর জন্য গোপন বৈঠক করার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার। বগুড়া অফিস ॥ শুক্রবার পুলিশের অভিযানে জিহাদী বই, ককটেল ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার জামায়াত-শিবির চক্রের ১৪ ক্যাডারকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে আবেদন করে। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে। বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, গ্রেফতার ১৪ জন জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং তারা যে নাশকতা ও জঙ্গী তৎপরতার চালানোর জন্য সংগঠিত হচ্ছিল তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। আরও জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে তদন্তকারী কর্মকর্তা আশা করছেন।
×